অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমণী মোহন ইউনিয়নে ৩৭৫ পরিবারের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বনায়ন প্রকল্প কর্মসূচির আওতায় ওই ইউনিয়নের মেঘনা নদী সংলগ্ন ৩৭৫ পরিবারের মাঝে সাড়ে ৭ হাজার বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়। কাল বিকালে সদর উপজেলা নার্সারী ও সোস্যাল ফরেষ্ট নার্সারী ট্রেনিং সেন্টারের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা (নার্সারী) এ এস.এম মহি উদ্দিন চৌধুরী, সোস্যাল ফরেষ্ট নার্সারী ট্রেনিং সেন্টার (সদর উপজেলা) ভারপ্রাপ্ত কর্মকর্তা ছন্দন ভৌমিক, শহিদুল ইসলাম।
বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা (নার্সারী) এ এস এম মহি উদ্দিন চৌধুরী বলেন, বঙ্গোপসাগরে জেগে উঠা নতুন চরসহ উপকূলীয় এলাকায় বনায়ন প্রকল্পের আওতায় সদর (নার্সারী রেঞ্জ) ও সোস্যাল ফরেষ্ট নার্সারী ট্রেনিং সেন্টার (সদর উপজেলা) যৌথ উদ্যোগে চর রমণী মোহন ইউনিয়নের ৩৭৫ পরিবারের বসতবাড়িতে সাড়ে ৭ হাজার ফলজ, বনজসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।