আফগানিস্তানে বিদেশি সকল সেনা প্রত্যাহারের মাত্র দশ দিনের মাথায় সমস্ত দেশ দখলে নিয়ে তালেবানরা রাজধানী কাবুলে ঢোকার পরই সরকারের ঘনিষ্ট সদস্যদের নিয়ে আজ রবিবার সন্ধ্যায় দেশত্যাগ করেছেন প্রেসিডেন্ট আশরাফ গনি। স্থানীয় সূত্রের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
তোলো নিউজ দোর্দণ্ড প্রতাপে তালেবানের কাবুল দখল করার পর দুটি সূত্রের বরাতে প্রেসিডেন্ট আশরাফ গনির দেশত্যাগের খবর জানিয়েছে। এর আগে তালেবান প্রতিনিধিদলের প্রেসিডেন্ট গনির প্যালেসে ঢোকার খবর পাওয়া যায়।
সূত্র দুটি বলেছে, রবিবার তালেবান যোদ্ধারা রাজধানী কাবুলে ঢোকার পর প্রেসিডেন্ট আশরাফ গনি দেশত্যাগ করেন। এসময় প্রেসিডেন্টের সঙ্গে তার কয়েকজন ঘনিষ্ট উপদেষ্টা ও সরকারের শীর্ষস্থানীয় নেতারাও চলে গেছেন।