মহামরী করোনা ভাইরাসের অতিমাত্রার সংক্রমণ প্রতিরোধের জন্য দেশের চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার (৩ আগস্ট) ভার্চুয়ালি আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সচিবালয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের এ তথ্য জানান।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, আগামী ১১ আগস্টের পর ভ্যাকসিন ছাড়া কেউ মুভমেন্ট করলে তাকে শাস্তির মুখোমুখি করা হবে। আর এর জন্য অবশ্যই সবাইকে ভ্যাকসিন নিতে হবে। দেশের প্রায় ১৪ হাজার কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হবে। আইন না করলেও অধ্যাদেশ জারি করে হলেও শাস্তি দেওয়ার ক্ষমতা দেওয়া হবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরও বলেন, আগামী ১ সপ্তাহে সারাদেশে ১ কোটি মানুষকে ভ্যাকসিনেটেড করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হবে সকলকে। মানুষকে ভ্যাকসিনের জন্য দৌড়াতে হবে না, আমাদের লোকজনই তাদের কাছে পৌঁছে যাবে।
সংবাদ শিরোনাম ::
আগামী ১০ আগষ্ট পর্যন্ত বাড়ানো হয়েছে দেশের চলমান কঠোর লকডাউন
- টাইম নিউজ বিডি ডেস্ক :
- আপডেট সময় ০৫:২৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
- ৭৭৫ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ