মোঃ রনি মিয়া জগন্নাথপুর সংবাদদাতাঃ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃ্ত্যু বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ জুলাই বুধবার বাদ যোহর জগন্নাথপুর উপজেলা সদর জামে মসজিদে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে সাবেক রাষ্ট্রপতি প্রয়াত পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইকড়ছই সিনিয়র মাদ্রাসার শিক্ষক ও সদর জামে মসজিদের ইমাম মাওলানা আজমল হোসাইন জামী।
এ সময় উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ খলিলুর রহমান, সাবেক সভাপতি আবু সুফিয়ান মোঃ ঝুনু মিয়া, কমিটির সহ সভাপতি মোঃ দিলু মিয়া, জাতীয় পার্টির প্রবীন নেতা আতাউর রহমান আলতাব, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, জাপা নেতা ছোরাব আলী, বাদশা মিয়া, আরব আলী, সামছুল হক, আব্দুর রহমান ও যুব সংহতি নেতা মোঃ রনি মিয়া সহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।