নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ পৌরসভার (১নং ওয়ার্ড) ঐতিহ্যবাহী শিমুল তলা গ্রামের যুক্তরাজ্য প্রবাসীদের অর্থায়নে ১৮ ফুট প্রসস্থের একটি সড়কের মাটি ভরাট করে শিমুলতলা থেকে মোল্লার গাও-বিশ্বনাথ সড়কের শুভ উদ্বোধন করা হয়েছে( ০২. ০৩. ২০২১ইং) মঙ্গলবার।
শিমুলতলা গ্রামের উক্ত সড়কের অন্যতম উদ্দোক্তা যুক্তরাজ্য প্রবাসী সেবুল আহমেদের বাড়িতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক বর্ণালী পাল। অনুষ্ঠানের শুরুতে হাফিজ মাওলানা রেজাউল হক রাজু’র পবিত্র কোরআন তেলাওয়াতে এবং বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এ কে এম তুহেমের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিমুলতলা গ্রামের প্রবীন মুরব্বি সাবেক মেম্বার ও মোতাওয়াল্লী আব্দুল মান্নান। বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ কামরুজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম মূসা, উক্ত রাস্তার সমন্বয়ক ও বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুর রহমান লিলু, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আনোয়ার হোসাইন, নজরুল ইসলাম দুলাল মেম্বার, রামপাশা ব্রিক ফিল্ডের স্বত্বাধিকারী যুক্তরাজ প্রবাসী আশিকুল ইসলাম, আব্দুল হামিদ, সান শাইন মডেল একাডেমি শিমুলতলা’র চেয়ারম্যান আব্দুল বাসিত শামীম প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তৈয়ব আলী, সাবেক মেম্বার হিরন মিয়া, রাজনগর- মোল্লার গাও ওয়ার্ডের মেম্বার ফজর আলী, সাবেক মেম্বার হাজী আকবর আলী, রজিব উল্লাহ, সিরাজ খান, আব্দুল মুতলিব, আব্দুল হক, আব্দুর রহমান, সফর আলী, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ও অনুষ্ঠানের আয়োজক হাবিবুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফয়জুল হোসেন বজলু, ছাদ মিয়া, রফিকুল ইসলাম আফছুন, বিশিষ্ট ব্যবসায়ী ও আননিয়ামাহ ট্রাষ্টের বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক আকবর হোসেন কিসমত, কামরুল ইসলাম, জেলা যুবলীগ নেতা ইকবাল হোসেন রাহাজ, ব্যবসায়ী সাজুল মিয়া, যুবদল নেতা সাইদুর রহমান রাজু, জিয়াউর রহমান, ইমরান হোসেন, মস্তাব আলী, ফারুক মিয়া সহ শিমুলতলা,মোল্লার গাও, রাজনগর ও জানাইয়া গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমাদের নবগঠিত পৌরসভার এই প্রথম কোনো শুভ উদ্বোধনী অনুষ্ঠান যেখানে সম্পূর্ণ প্রবাসীদের উদ্যোগে এত সুন্দর একটি রাস্তার মাটি ভরাট করে সম্পূর্ণ করা হয়েছে। আমি এই মহতি কাজের সাথে যারা জড়িত সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি অবশ্যই আপনাদের যে দাবি জরুরি ভিত্তিতে হাওড়ের পানি নিষ্কাশনের জন্য যে কয়টি কালভার্টের প্রয়োজন তার বরাদ্দের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চেষ্টা করবো। এবং পরবর্তীতে এখানকার জনপ্রতিনিধিরা রাস্তা পাকাকরণ সহ বিভিন্ন বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করবো।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সবাইকে নিয়ে ফিতা কেটে ও নাম ফলক উন্মোচন করে রাস্তা টির শুভ উদ্বোধন ঘোষণা করেন।