যুক্তরাজ্য সরকার আগামী বাজেটে( ২০২১) নতুন প্রপার্টি বায়ারদের সহায়তার জন্য সর্বনিম্ন ৫ শতাংশ ডিপজিটে মর্গেজের গ্যারান্টি দিচ্ছে সরকার।
সরকার ঋণদাতাদের উৎসাহ প্রদানের জন্য ৯৫ শতাংশ মর্গেজ ফিরিয়ে আনার জন্য এই ঘোষণা দিয়েছে। মহামারিতে “কার্যত নিখোঁজ” হয়ে যাওয়া ক্রেতাদের ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নিয়েছে সরকার।
বৃটিশ সরকারের চ্যান্সেলর ঋষি সুনাক বলেন, অর্থনীতিতে মহামারির প্রভাব থেকে জনসাধারণকে বাঁচাতে আমরা বদ্ধপরিকর।
সরকার এই আর্থিক বছরে ২৭১ বিলিয়ন পাউন্ড ঋণ নিয়েছে। এটি জাতীয় ঋণকে ২.১৩ ট্রিলিয়ন পাউন্ডে ঠেলে দিয়েছে।