বিশ্বের বিভিন্ন ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৩০ কোটি ডলার চুরির দায়ে উত্তর কোরিয়ার তিন নাগরিককে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকেও ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করেছে চক্রটি।
অভিযুক্ত তিনজন হলেন, পার্ক জিন হিয়ক (৩৬), জন চ্যাং হিয়ক (৩১) ও কিম ইল (৩১)। বুধবার লস অ্যাঞ্জেলসের একটি আদালতে তাদের বিরুদ্ধে এই অভিযোগ এনেছে মার্কিন বিচার বিভাগ।
এ তিনজন উত্তর কোরিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা রিকনেসেন্স জেনারেল ব্যুরোর সদস্য বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
অভিযোগে বলা হয়, উত্তর কোরিয়ার এই হ্যাকাররা ২০১৪ সালে সনি পিকচার্সে হানা দিয়েছিল। এছাড়া ২০১৬ সালে তারা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করেছে।
দীর্ঘদিন ধরে চলা উত্তর কোরীয় হ্যাকারদের অপরাধমূলক কর্মকাণ্ডের পরিধি ব্যাপক এবং বিস্ময়কর বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি ট্রেসি উইলকিনসন। এসব হ্যাকারের পেছনে রাষ্ট্রীয় মদদ ছিলো বলেও দাবি করেন তিনি।