ধর্ষণ বিরোধী আন্দোলনে উত্তাল দেশ । প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে মানব বন্ধন । যার যার অবস্থান থেকে যে যেভাবে পারছে সেভাবে প্রতিবাদ জানাচ্ছেন । কেউ রাজপথে নামছেন , আবার কেউ শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিবাদী অবস্থান ব্যক্ত করছেন ।
বলতে গেলে সারা দেশ এখন একটা হুজুগের মধ্যে আছে । সবাই চোখ বন্ধ করে ধর্ষণের শাস্তি ফাঁসির দাবি চাচ্ছেন । কেউ আগে পেছনে কিছুই ভাবছেন না । কমিউনিস্ট ভাবধারার ব্যক্তি থেকে শুরু করে মুক্তমনা নাগরিকরাও ধর্ষকের শাস্তি ফাঁসি দেয়ার দাবি তুলছেন । কিন্তু ফাঁসির আইন করলেই কি এদেশে ধর্ষণ থেমে যাবে? আমাদের দেশে ধর্ষণের হার বৃদ্ধির কারণ আসলে কি ?
আজ থেকে ১৪শ বছর আগেই ধর্ষকের শাস্তি হিসেবে ফাঁসির বিধান রাখা হয়েছে । কিন্তু আমাদের তথাকথিত বাম ও আধুনিক সমাজ এই ধর্মীয় আইনটিকে বর্বর ও পৈশাচিক বলে আখ্যা দিয়ে আসছিল । কিন্তু আজ ধর্ষণের শাস্তি ফাঁসির দাবিতে তারাই রাজপথে বেশী সোচ্চার । অপরাধ হিসেবে ধর্ষণ কতটুকু গুরুতর এবং এর শাস্তি কি হওয়া উচিত এটি অবশ্যই সুক্ষভাবে বিবেচনা করা উচিত । শাস্তি হতে হবে অপরাধের মাত্রা বিবেচনা করে । অপরাধ যতটুকু গুরুতর হবে শাস্তিও ঠিক সেই মাত্রা বুঝেই নির্ধারণ করা উচিত ।
আমি কোনভাবেই ধর্ষকের শাস্তির বিপক্ষে অবস্থান করছি না । ধর্ষণ একটি জঘণ্য, ঘৃণিত ও ভয়াবহ অপরাধ । এমন অপরাধের যথাযোগ্য শাস্তি অবশ্যই হওয়া উচিত । কিন্তু তা হতে হবে আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে । এদেশে আইন অপ-প্রয়োগের হার বিশ্বের অন্যান্য যে কোন দেশের চাইতে বেশী । সর্বসাকুল্যে আমরা যদি হাতে কলমে হিসেব করতে চাই , তবে দেখতে পাবো যে ৯০ শতাংশ কিংবা তার চেয়ে অধিক ক্ষেত্রে আইনের অপপ্রয়োগ হয় । নির্দোষ মানুষ শাস্তি পায় ,আর প্রকৃত অপরাধী ধরা ছোঁয়ার বাইরে থেকে রায় । যে সকল দেশে আইনের শাসন অত্যন্ত দুর্বল , সেই সব দেশগুলোতে মৃত্যু দন্ডের মতো এতো কঠোর একটি আইন প্রণোয়নের আগে অবশ্যই তার বাস্তব ভিত্তিক পর্যালোচনা করে নেয়া উচিত । কারণ এতে করে বেশীর ভাগ ক্ষেত্রেই নির্দোষ মানুষ হয়নানির শিকার হতে পারে । বিশেষ করে ধর্ষণের মতো একটি স্পর্শকাতর বিষয়ে এর অপপ্রয়োগের সম্ভাবনা অত্যন্ত বেশী । অধিকাংশ ক্ষেত্রেই স্বেচ্ছাকৃত যৌন সম্পর্ককেই একটি পর্যায়ে এসে ধর্ষণ হিসেবে অভিযোগ কিংবা প্রচার করা হয় । বিশেষ করে হাই প্রোফাইলের কোন ব্যক্তিকে ঘায়েল করার ক্ষেত্রে ‘নারী’ একটি বহুল ব্যবহৃত অস্ত্র । আদিম কাল থেকেই এই সহজলভ্য অস্ত্রটিকে একে অন্যের বিরুদ্ধে ব্যবহার করার বহু নজীর ইতিহাসে রয়েছে । সাম্প্রতিক কালে এর সবচেয়ে বড় উদাহারণ হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রেক্ষাপটে ভিপি নুরুল হক নুরু । নুরু নিজে ধর্ষক না হওয়া সত্ত্বেও বাংলাদেশের প্রথম সারির প্রতিটি মিডিয়া ‘ধর্ষক নুরু’ শিরোনামে সংবাদ প্রচার করেছে । কেবল মাত্র রাজনৈতিক ভাবে তাকে ঘায়েল করার জন্যই এমন মিথ্যা একটি অপবাদ দেয়া হয়েছিল । একজন পুরুষ ধর্ষক না হয়েও তাকে ধর্ষক অপবাদ দেয়ার মতো জঘণ্য কাজ আর কি হতে পারে ? । তাছাড়া নারী নিজেও ব্যক্তি স্বার্থ হাসিলের ক্ষেত্রে ধর্ষণ নামক এই ভয়াবহ বিষ পুরুষের বিরুদ্ধে ব্যবহার করে থাকে ।
ধর্ষণের ক্ষেত্রে কঠোর আইন করার চেয়ে বিদ্যমান আইনেই বিচার নিশ্চিত করাটা সবচেয়ে বেশী জরুরী । আমাদের দেশে অনেক ক্ষেত্রেই যেমন: মাদক ,হত্যা ইত্যাদি বিষয়ে কঠোর আইন রয়েছে । সরকারের এগুলোতে জিরো টলারেন্স নীতিমালা থাকলেও বাস্তবিকভাবে এগুলোর মতো গুরুতর অপরাধের বিচার কতটুকু নিশ্চিত হয় ? হত্যার বিপরীতে ফাঁসির আইন আমাদের দেশে বহুকাল আগে থেকেই আছে । তারপরও আমাদের দেশে প্রতিদিন গড়ে ৭০-৮০টি খুন বা হত্যার ঘটনা ঘটে । এর মূল কারণ হচ্ছে অপরাধের বিচার নিশ্চিত না হওয়া । অধিকাংশ ক্ষেত্রেই শাসক দলের ছত্রছায়ায় অথবা ঘুষ খেয়ে পুলিশ অপরাধীদের ছেড়ে দেয় , অথবা আসামী জামিন নিয়ে ঘুরে বেড়ায় ও পুনরায় হত্যাকান্ডে জড়িত হয় । সুতরাং , নতুন আইন করে নয় বরং বিদ্যমান আইনেই ধর্ষণের বিচার নিশ্চিত করণের বিষয়টি খুব বেশী প্রয়োজন । পাশাপাশি বিচার প্রার্থী ধর্ষিতা নারীর হয়রানী কমানোর বিষয়টি সামনে আনা উচিত । কিছু কিছু ক্ষেত্রে বিচার চাইতে গিয়ে নারীকে ধর্ষণের চেয়েও আরো বেশী বিব্রতকর সমস্যার মুখোমুখি হতে হয় । তার শরীর টেষ্ট থেকে শুরু করে বিচার প্রক্রিয়ার শেষ পর্যন্ত তাকে মারাত্মক শ্লীলতাহানির শিকার হতে হয় । তাই অধিকাংশ ক্ষেত্রে এসবের ভয়েই নারী ধর্ষণের বিচার চাইতে পারে না ।
কয়েক দিন ধরে প্রতিদিনই গড়ে ১৫-২০ টি ধর্ষণের খবর পত্র পত্রিকায় পাওয়া যাচ্ছে । হঠাৎ করেই দেশে এতো বেশী ধর্ষণ বেড়ে যাওয়ার কারণ কি ? মাঝে মাঝে মনে হয় , দেশে ধর্ষণের মহামারী শুরু হয়ে গিয়েছে , নয়তো বিশেষ কোন ভাইরাসের সংক্রমণে মানুষ বেশী ধর্ষণে জড়িত হচ্ছে । মনে প্রশ্ন জাগে, এতদিন মিডিয়াগুলো কোথায় ছিল ? কেন তারা এতদিন ধর্ষণের বিরুদ্ধে কোন সোচ্চার ভূমিকা পালন করেনি ?
পবিত্র ধর্ম ইসলামে ধর্ষণ কারীর বিচার প্রকাশ্যে করার বিধান রয়েছে । ধর্ষক যদি অবিবাহিত হয় তবে তাকে জনপ্রকাশ্যে ৮০টি বেত্রাঘাত ও বিবাহিত ধর্ষকের ক্ষেত্রে জনসম্মুখে পাথর মেরে মৃত্যু নিশ্চিত করার বিধান রয়েছে।
আমাদের দেশে ধর্ষণ বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হচ্ছে দুর্নীতিগ্ৰস্থ বিচার বিভাগ এবং আইন শৃঙ্খলা বাহীনির অবহেলা গাফিলতি । বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটি দেশে ধর্ষণ প্রতিরোধে মৃত্যুদন্ড কিংবা ক্রসফায়ারের মতো আইন প্রণোয়নের দাবির বিষয়টি অযৌক্তিক মনে করছে দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো । তারা এমন আইনের অপপ্রয়োগ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন । তাদের মতে ‘বিচার বিভাগকে দুর্নীতি মুক্ত করা ও বিদ্যমান আইনে বিচার নিশ্চিত করলেই ধর্ষণের হার কমানো সম্ভব’
যে দেশের প্রতিটি শহর, জেলা , উপজেলায় লাইসেন্স প্রাপ্ত পতিতালয় রয়েছে , যে দেশে যুবক থেকে বুড়ো বয়সের পুরুষরাও নিয়মিত পতিতালয়ে যাতায়াত করে , সে দেশে ধর্ষণের হার কমবে কিভাবে ?? শুধুমাত্র ফাঁসির আইন করেই কি ধর্ষণ রোধ করা যাবে ? ধর্ষণ প্রতিরোধে প্রয়োজন আমাদের সমাজ ব্যবস্থার পরিবর্তন । প্রয়োজন সঠিক ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ । প্রয়োজন সামাজিক ন্যায় বিচার , সুশাসন ও নারীর প্রতি দৃষ্টিভঙ্গীর পরিবর্তন ।
মোঃ আরাফাত রহমান
মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়