বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী এড. সাহারা খাতুন, সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের এর সাবেক সাধারন সম্পাদক ও সাবেক এমপি মমতাজ বেগম ও বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান এর স্মরনে যুক্তরাজ্য আওয়ামীলীগের ভার্চুয়াল শোকসভা অনুষ্ঠিত হয়েছে আজ রোববার ২রা আগষ্ট।
উক্ত এই ভার্চুয়াল শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জননেতা ওবায়দুল কাদের এমপি।
যুক্তরাজ্যে আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের সঞ্চালনায় গুরুত্বপূর্ণ এই ভার্চুয়াল মিটিংয়ের কারিগরি সহায়তা করেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের সাবেক সাংসদ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও যুক্তরাজ্য আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি জালাল উদ্দীন, শামসুদ্দিন আহমেদ মাস্টার, সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক এম আবুল হাশেম, সহ সভাপতি আব্দুর রহিম, সহ সভাপতি হরমুজ আলী এবং গৌছ সুলতান, যুগ্ম সাধারণ সম্পাদক নইম উদ্দিন রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, প্রচার সম্পাদক মাসুক ইবনে আনিস, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ, মানবাধিকার সম্পাদক এম সারব আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক ভিপি খসরুজ্জামান খসরু, শিল্প ও বানিজ্য সম্পাদক আ স ম মিসবাহ, শ্রম বিষয়ক সম্পাদক এস এম সুজন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাউসার চৌধুরী, লুতফুর রহমান চৌধুরী সায়েদ, খসরুজ্জামান খসরু সহ আরো অনেকে।
শোক সভার প্রধান অতিথি আওয়ামীলীগের সাধারন সম্পাদক জননেতা ওবায়দুল কাদের বলেন প্রানঘাতী করোনা ভাইরাস ও প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ সরকার অত্যন্ত সফলতার সাথে মোকাবেলা করে যাচ্ছে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ও ক্ষমতাধর দেশগুলো যেখানে ব্যর্থ সেখানে বাংলাদেশের মতো একটি দেশের এভাবে করোনার বিরুদ্ধে যুদ্ধের জন্যে অনেক দেশই প্রশংসা করে ধন্যবাদ জানিয়েছে। তিনি বলেন আওয়ামিলীগ জনগনের বন্ধু দেশের যে-কোন দূর্যোগেই আওয়ামীলীগের নেতাকর্মীরা জনগনের পাশে ছিলো আছে এবং থাকবে আর এই করেনা কালীন সময়ে ও নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের এই মৃত্যু বরন কারী জাতীয় নেতারা জনগনের সেবা করার মধ্যে দিয়েই তারা আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছেন তিনি বাংলাদেশ আওয়ামীলীগের সকল স্তরের নেতাকর্মীদের দেশ ও জাতীর এই দুঃসময়ে যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব জনগনের পাশে থেকে সেবা করে যাবার জন্য আহবান জানান এবং যুক্তরাজ্যে আওয়ামীলীগের নেতাকর্মী দের জন্য আগামীদিনের বেশকিছু দিকনির্দেশনা জানিয়ে বক্তব্য রাখেন।
সভায় সংঘটনের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক শোকের এই মাস আগষ্টের জন্য পুরো মাসব্যাপি বিভিন্ন কর্মসূচি ঘোষনা করেন এবং যুক্তরাজ্যে আওয়ামীলীগের নেতাকর্মী দের সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।
সবশেষে অনুষ্ঠানের সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ সুলতান মাহমুদ শরীফের সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।