ডেস্ক নিউজঃ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে শুধু যুক্তরাজ্যে প্রায় এক মিলিয়ন মানুষ ধুমপান পরিত্যাগ করেছে বলে ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) এবং একশন অন স্মোকিং এন্ড হেলথ (অ্যাশ) নামের একটি দাতব্য সংস্থার গবেষণায় এ চিত্র উঠে এসেছে।
অ্যাশ এর চিফ এক্সিকিউটিভ ডেবরাহ অ্যারনট বলেছেন প্রায় ৭.৪ মিলিয়ন ধূমপায়ীকে তারা ধুমপান পরিত্যাগে উৎসাহিত করতে পেরেছেন এবং তার মধ্যে সফল হয়েছেন প্রায় এক মিলিয়নের ও বেশি মানুষ। এবং ধুমপান পরিত্যাগে বেশি সফল হয়েছেন তুলনামূলক কম বয়সের মানুষেরা।
প্রানঘাতী করোনা মানুষের শরীরের সবচেয়ে বেশী ক্ষতি করে ফুসফুসের আর তাই গবেষকরা করোনা কালীন এই দুর্যোগময় পরিস্থিতিতে নিজেদের ফুসফুসের যত্ন নিতে জনসাধারণকে বারবার সতর্ক থাকার নির্দেশনা দিয়ে আসছিলেন আর ধুমপান ফুসফুসের প্রধান শত্রু এই জন্য সচেতন মানুষ ধুমপান পরিত্যাগ করার সবচেয়ে উপযুক্ত সময় এটিই মনে করে তারা সফল হয়েছেন।
বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে ২০০৭ সাল থেকে এ পর্যন্ত একটি জরিপে দেখা গেছে সবচেয়ে বেশী মানুষই এবছর ধুমপান পরিত্যাগ করেছে আর এর জন্য বিরাট একটি ভূমিকা রেখেছে করোনা ভাইরাস।