নিউজ ডেস্কঃ দীর্ঘ প্রায় তিন মাসের ও বেশী সময় ধরে জামায়াতে নামাজ আদায় করতে না পারা যুক্তরাজ্যের স্কানথর্প শহরের মুসল্লীরা আজ যেন একটু স্বস্তির নিঃশ্বাস নিলেন। বাংলাদেশি পাকিস্তানি সোমালিয়ান ইরাকি ইন্ডিয়ান সহ বিপুলসংখ্যক মুসলমানদের বসবাস এই শহরে। নামজে উপস্থিত অনেকেই আবেগতাড়িত হয়ে বলেন আমাদের এই পৃথিবীতে যেন আর কোনো মহামারী বা দূর্যোগের কারনে এমনটি না হয়। এই পৃথিবীতে মহান আল্লাহর ঘর হিসেবে খ্যাত আমরা আমাদের এই পবিত্র মসজিদ গুলো তে জামায়াতে নামাজ আদায় করা থেকে যেন আর কোনোদিন বঞ্চিত না হই মহান আল্লাহ সুবহানাল্লাহ যেন আমাদের কোনো পাপের কারনে আমাদেরকে এমন শাস্তি না দেন। সরকারের স্বাস্থবিধি মেনেই এখানকার সবগুলো মসজিদেই মুসল্লীরা নামাজ আদায় করেন এবং প্রানঘাতী এই করোনা ভাইরাস কোভিড নাইন্টিন যেন দ্রুত পৃথিবীতে থেকে বিদায় নেয় তার জন্য দোয়া করেন মুসল্লীরা।
সংবাদ শিরোনাম ::
দীর্ঘ প্রায় তিন মাসের পর মাসজিদে নামাজ আদায় করলেন যুক্তরাজ্যের স্কানথর্প শহরের মুসল্লীরা।
- টাইম নিউজ বিডি ডেস্ক :
- আপডেট সময় ১১:৫৬:১২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০
- ৭৫৭ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ