খোর্শেদ আলমঃ হবিগঞ্জে ১ জন বিচারক ও ১৩ জন কর্মকর্তা-কর্মচারীর করোনা শনাক্তকরণ হওয়ায় ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম আগামী ১১ জুলাই পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার ২ জুলাই হবিগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া কামাল স্বাক্ষরিত এক নোটিশে আদালতের কার্যক্রম স্থগিত করা হয়।
একইসঙ্গে ১১ জুলাই পর্যন্ত সময়ে যথাযথ ভাবে স্বাস্থ্যবিধি মেনে আজমিরিগঞ্জ চৌকী আদালতে দায়িত্ব পালনের মাধ্যমে জেনারেল ফাইল নিষ্পত্তির জন্য ৪ জন বিচারক কে নির্দেশ দেওয়া হয়।
তথ্য মতে,হবিগঞ্জ আদালতের ৬ জন কর্মকর্তা সহ বেশ কিছু কর্মচারী রেডজোনে বসবাস করছেন।বিচারক সহ আক্রান্ত সবাই আইসোলেশনে আছেন।আক্রান্তদের সংস্পর্শে আসা আরো ২০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।
উল্লেখ্য গত ২৩ এপ্রিল করোনা টেস্টের জন্য নমুনা দেন হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছমা আক্তার।৭ দিন পর ১ লা জুলাই তার নমুনায় কোবিড-১৯ পজিটিভ আসে।একইদিনে আদালতের আরো ১৩ জন কর্মকর্তা-কর্মচারী করোনা সনাক্ত হন