নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম এ হক করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। আজ শুক্রবার (৩ জুলাই) সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁর করোনা শনাক্ত হয়। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
প্রসঙ্গত, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হক আজ শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০ টায় নর্থ ইস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
করোনাভাইরাসের উপসর্গ থাকায় গত মঙ্গলবার এম এ হককে নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত বুধবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। করোনার শনাক্তকরণ পরীক্ষার জন্য গতকাল বৃহস্পতিবার তাঁর শরীরের নমুনা সংগ্রহ করা হয়।