যুক্তরাজ্যের স্কুলগুলোতে পিতামাতা অথবা অভিভাবকেরা যদি আগামী সেপ্টেম্বর থেকে ছাত্রছাত্রীদের স্কুলে না দেন তবে তাদেরকে সর্বোচ্চ দুই হাজার পাঁচশত পাউন্ড পর্যন্ত জরিমানা এবং জেল ও হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।
গতকাল শিক্ষামন্ত্রী গ্যাবিন উইলিয়ামসন প্রধানমন্ত্রীর এই বক্তব্য আবারও স্বরন করিয়ে দেন এবং তিনি বলেন এটি সকল ছাত্রছাত্রীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে।
যারা এই আইন অমান্য করবেন তাদেরকে প্রথমে ৬০ পাউন্ড জরিমানা করা হবে এটি অনাদায়ে ২১ দিন পর দ্বিগুন হয়ে ১২০ পাউন্ড হবে এবং তা অনাদায়ে জেল-জরিমানা সহ ২৫০০ পাউন্ড পর্যন্ত হতে পারে বলে জানিয়েছন।
উল্লেখ্য বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারনে যুক্তরাজ্যের স্কুলগুলো মার্চ মাসের শেষের দিক থেকে বন্ধ রয়েছে তবে শর্তসাপেক্ষে কিছু কিছু স্কুলে নির্দিষ্ট কিছু ক্লাস শুরু হলেও ছাত্রছাত্রীদের সংখ্যা খুবই অল্প।