মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে এক আলোচনা সভা ও ধারাবাহিক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা।
নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের আয়োজনে স্কানথর্প শহরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে শনিবার ২২শে ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। নর্থবাংলা প্রেস’ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আমিন তারেকের পরিচালনায় বক্তব্য রাখেন নর্থ বাংলা প্রেস’ক্লাবের সভাপতি ও এনটিভি ইউরোপের বিশিষ্ট সাংবাদিক ফখরুল হুসাইন। কমিউনিটি ডাইভার্স চ্যানেলের সিইও লতিফ মিয়া কামালি, আরটিএন বাংলা টিভির ডাইরেক্টর ফয়সল আমিন, গোলাম আকবর চৌধুরী, গোলাম কিবরিয়া, এডভোকেট মিনহাজ, কাউসার আলম, সাইফুল ইসলাম, বিলাল আহমেদ নাইম প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন পৃথিবীর ইতিহাসে একমাত্র বাঙালি জাতি আমরা যারা মাতৃভাষা প্রতিষ্ঠায় আমাদের সূর্য সন্তানদের বুকের তাজা রক্ত দিয়ে বর্ণমালা লিখেছি, ৫২’র ভাষা আন্দোলন ছিল মূলত বাংলা ভাষার বৈষম্যের বিরুদ্ধে, তৎকালীন শাষক গোষ্ঠীর বাংলা ভাষার প্রতি তাদের বৈষম্যের কারণেই ফুসে উঠেছিল তৎকালীন ছাত্রজনতা। ভাষার জন্য প্রাণ দিয়েছিল সালাম, জব্বার, রফিক, শফিক ও বরকত সহ নাম না জানা অনেকেই। তাদের আত্ম ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছিলাম মায়ের ভাষা বাংলা ভাষা। তারই ফলশ্রুতিতে ৫২’র ভাষায় উজ্জীবিত হয়ে ৭১ সালের পাক হানাদাএ বাহিনীর বিরুদ্ধে বাঙালি জাতি ছিনিয়ে এনেছিল বাংলার স্বাধীনতা। যুগে যুগে সকল বৈষম্যের বিরুদ্ধে জেগে উঠবে বাংলার দামাল ছেলেরা এটাই ভাষা দিবসের মূল মন্ত্র, অন্যায়ের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠার সংগ্রাম যুগে যুগে অব্যাহত থাকবে।