ঢাকা ০৬:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউনাইটেড রোটস এর আয়োজনে মহান বিজয় দিবস পালিত সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়। ম্যানচেস্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের সৌজন্যে সাক্ষাৎ যুক্তরাজ্যের নর্থ-বাংলা প্রেসক্লাবের সভাপতি ফখরুল হোসাইনের সাথে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের মতবিনিময় নর্থ বাংলা প্রেসক্লাব নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের আত্মপ্রকাশ, সভাপতি ফখরুল হোসাইন সম্পাদক নুরুল আমিন ৪০ কেজি ওজনের হলি রামাদ্বান ফ্যামেলি ফুড প্যাক বিতরণ করল আননিয়ামাহ উইমেন্স এডুকেশন ট্রাস্ট ইউ কে যুক্তরাজ্যের উইলশ্যায়ার কাউন্টির ডেপুটি লেফট্যানান্ট হলেন বিশ্বনাথের মাকরাম আলী আফরুজ

স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়।

সাবের আহমেদ: নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের আয়োজনে যুক্তরাজ্যের স্কানথর্পের নবনির্বাচিত এমপি স্যার নিক ড্যাকিন এর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার স্কানথর্পের স্থানীয় একটি কমিউনিটি হলে।

সংগঠনের সভাপতি ফখরুল হোসাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আমিন তারেকের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন নব নির্বাচিত এমপি স্যার নিক ড্যাকিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় কাউন্সিলর মাসুক আলী, সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সদ্য সমাপ্ত বৃটিশ পার্লামেন্টারি নির্বাচনে ব্রিগ ও ইমিংহ্যাম থেকে লেবার দলীয় প্রার্থী বাংলাদেশি বংশদ্ভূত নাজমুল হোসাইন। ইউনাইটেড রোটস এর চেয়ারপার্সন ও কমিউনিটি ডাইভার্স চ্যানেলের ডাইরেক্টর লতিফ মিয়া কামালি, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন নর্থ লিংকন শ্যায়ার এর সিনিয়র ভাইস চেয়ারপার্সন আবুল কাশেম খান, একাউন্টেন্ট জিয়াউল হক বিফুল, স্কানথর্প এডুকেশন এন্ড কালচারাল এসোসিয়েশন এর চেয়ারপার্সন হাফেজ নজরুল ইসলাম, কমিউনিটি নেতা মখলিছুর রহমান, ইউনাইটেড রোটস এর সদস্য ইয়াওর মিয়া, সহ আরো অনেকে।
অনুষ্ঠানে উল্লেখযোগ্য অতিথি দের মধ্যে উপস্থিত ছিলেন
কমিউনিটি নেতা সুলতান খাঁন, আখতার চৌধুরী, আব্দুর রকিব, শানুর মিয়া, আব্দুর রহিম, মুর্শেদ মিয়া, খালেদ চৌধুরী, মাফিজ মিয়া, এম আলী, ফরিদ মিয়া, মামুন আলী সহ অন্যান্যরা।
প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ট্রেজারার মাহমুদুল হাসান মিলন (ইকরা টিভি) সাইফুল ইসলাম (বাংলা টিভি) আশরাফুল ইসলাম (আইওএন টিভি) সাবের আহমেদ (টিভি ওয়ান) কামাল মিয়া (চ্যানেল ইউরোপ) আব্দুল মুমিন ফাহিম (মুক্ত বাংলা) প্রমুখ।

সভায় বক্তারা নবনির্বাচিত এমপির কাছে কমিউনিটির বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন তার পাশাপাশি সম্প্রতি লেবার নেতার বাংলাদেশ ইস্যু’র বক্তব্য ও ফিলিস্তিন সহ বিভিন্ন দেশে অসহায় মজলুম নিরীহ মানুষদের হত্যা বন্ধে তার কার্যকর পদক্ষেপ নিতে অনুরোধ করেন।
এমপি স্যার নিক ড্যাকিন সবাইকে আশ্বস্ত করে বলেন স্থানীয় বাংলাদেশিদের সাথে আমার সুসম্পর্ক রয়েছে এবং তিনি তার অবস্থান ও পূর্ব অভিজ্ঞতা থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশি বংশদ্ভূত তরুণ রাজনীতিবিদ সদ্য সমাপ্ত বৃটিশ পার্লামেন্টারি নির্বাচনে অভাবনীয় সাফল্য অর্জন করায় প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচছা দেয়া হয়।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ইউনাইটেড রোটস এর আয়োজনে মহান বিজয় দিবস পালিত

স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়।

আপডেট সময় ১২:৪৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০২৪

সাবের আহমেদ: নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের আয়োজনে যুক্তরাজ্যের স্কানথর্পের নবনির্বাচিত এমপি স্যার নিক ড্যাকিন এর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার স্কানথর্পের স্থানীয় একটি কমিউনিটি হলে।

সংগঠনের সভাপতি ফখরুল হোসাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আমিন তারেকের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন নব নির্বাচিত এমপি স্যার নিক ড্যাকিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় কাউন্সিলর মাসুক আলী, সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সদ্য সমাপ্ত বৃটিশ পার্লামেন্টারি নির্বাচনে ব্রিগ ও ইমিংহ্যাম থেকে লেবার দলীয় প্রার্থী বাংলাদেশি বংশদ্ভূত নাজমুল হোসাইন। ইউনাইটেড রোটস এর চেয়ারপার্সন ও কমিউনিটি ডাইভার্স চ্যানেলের ডাইরেক্টর লতিফ মিয়া কামালি, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন নর্থ লিংকন শ্যায়ার এর সিনিয়র ভাইস চেয়ারপার্সন আবুল কাশেম খান, একাউন্টেন্ট জিয়াউল হক বিফুল, স্কানথর্প এডুকেশন এন্ড কালচারাল এসোসিয়েশন এর চেয়ারপার্সন হাফেজ নজরুল ইসলাম, কমিউনিটি নেতা মখলিছুর রহমান, ইউনাইটেড রোটস এর সদস্য ইয়াওর মিয়া, সহ আরো অনেকে।
অনুষ্ঠানে উল্লেখযোগ্য অতিথি দের মধ্যে উপস্থিত ছিলেন
কমিউনিটি নেতা সুলতান খাঁন, আখতার চৌধুরী, আব্দুর রকিব, শানুর মিয়া, আব্দুর রহিম, মুর্শেদ মিয়া, খালেদ চৌধুরী, মাফিজ মিয়া, এম আলী, ফরিদ মিয়া, মামুন আলী সহ অন্যান্যরা।
প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ট্রেজারার মাহমুদুল হাসান মিলন (ইকরা টিভি) সাইফুল ইসলাম (বাংলা টিভি) আশরাফুল ইসলাম (আইওএন টিভি) সাবের আহমেদ (টিভি ওয়ান) কামাল মিয়া (চ্যানেল ইউরোপ) আব্দুল মুমিন ফাহিম (মুক্ত বাংলা) প্রমুখ।

সভায় বক্তারা নবনির্বাচিত এমপির কাছে কমিউনিটির বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন তার পাশাপাশি সম্প্রতি লেবার নেতার বাংলাদেশ ইস্যু’র বক্তব্য ও ফিলিস্তিন সহ বিভিন্ন দেশে অসহায় মজলুম নিরীহ মানুষদের হত্যা বন্ধে তার কার্যকর পদক্ষেপ নিতে অনুরোধ করেন।
এমপি স্যার নিক ড্যাকিন সবাইকে আশ্বস্ত করে বলেন স্থানীয় বাংলাদেশিদের সাথে আমার সুসম্পর্ক রয়েছে এবং তিনি তার অবস্থান ও পূর্ব অভিজ্ঞতা থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশি বংশদ্ভূত তরুণ রাজনীতিবিদ সদ্য সমাপ্ত বৃটিশ পার্লামেন্টারি নির্বাচনে অভাবনীয় সাফল্য অর্জন করায় প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচছা দেয়া হয়।