সাবের আহমেদ: নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ সহকারী হাইকমিশন মানচেষ্টার এর সহকারী হাইকমিশনার কাজী জিয়াউল হাসানের সাথে এক সৌজন্যে সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার হাইকমিশনের হলরুমে এই সভায় সাংবাদিক নেতৃবৃন্দ লিংকনশ্যায়ার, হাম্বারসাইড ও ইয়র্কশায়ার এর প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা ও এর সমাধান নিয়ে কথা বলেন এবং প্রবাসীরা যাতে নির্বিঘ্নে ও সহজভাবে দ্রুত সময়ে তারা কনস্যুলার সেবা পান তার জন্য সহকারী হাইকমিশনার এর কাছে তাদের বক্তব্য তুলে ধরেন।
সাংবাদিক নেতৃবৃন্দ সম্প্রতি স্টুডেন্ট্স ও কেয়ার ভিসায় আসা বাংলাদেশীদের করুন অবস্থা তুলে ধরে বক্তব্য রাখেন। এবং কনস্যুলার সেবা যাতে প্রবাসীদের দোরগোড়ায় পৌছে দেয়া যায় তার অনুরোধ করেন।
সহকারী হাইকমিশনার কাজী জিয়াউল হাসান তার বক্তব্যে বলেন বাংলাদেশ এখন বিশ্বের মধ্যে অন্যতম একটি নিরাপদ ইনভেস্টমেন্ট ও ট্যুরিজমের জায়গা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ সরকার বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ী ও ভ্রমন প্রিয় মানুষদের নিরাপত্তায় বদ্ধপরিকর। তাই বিদেশীদের পাশাপাশি এদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্ম কে বাংলাদেশে ভ্রমনের আহবান জানান।
এবং কনস্যুলার সেবা যাতে আরো সহজভাবে প্রবাসীদের কাছে পৌঁছে দেওয়া যায় ও বিভিন্ন বাঙ্গালী অধ্যুষিত শহরে কনস্যুলার সার্ভিস করার কথা ঘোষণা করেন। জনাব জিয়াউল হক সম্প্রতি বাংলাদেশী স্টুডেন্টস ও কেয়ার ভিসায় আসা অসহায় বাংলাদেশিদের হাইকমিশনের সার্ভিসে বিশেষ ডিসকাউন্ট ও বিভিন্নভাবে সহযোগিতা দেয়া হবে বলে তিনি জানান।
উক্ত সৌজন্য সভায় উপস্থিত ছিলেন নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের সভাপতি ফখরুল হোসাইন, জেনারেল সেক্রেটারি নুরুল আমিন তারেক, ট্রেজারার মাহমুদুল হাসান মিলন, সিনিয়র সদস্য লতিফ মিয়া কামালি, কামাল হোসাইন, আশরাফুল আলম,সাইফুল ইসলাম, সাবের আহমেদ সহ আরো অনেকে।