ঢাকা ০১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪, ১০ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়। ম্যানচেস্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের সৌজন্যে সাক্ষাৎ যুক্তরাজ্যের নর্থ-বাংলা প্রেসক্লাবের সভাপতি ফখরুল হোসাইনের সাথে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের মতবিনিময় নর্থ বাংলা প্রেসক্লাব নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের আত্মপ্রকাশ, সভাপতি ফখরুল হোসাইন সম্পাদক নুরুল আমিন ৪০ কেজি ওজনের হলি রামাদ্বান ফ্যামেলি ফুড প্যাক বিতরণ করল আননিয়ামাহ উইমেন্স এডুকেশন ট্রাস্ট ইউ কে যুক্তরাজ্যের উইলশ্যায়ার কাউন্টির ডেপুটি লেফট্যানান্ট হলেন বিশ্বনাথের মাকরাম আলী আফরুজ যুক্তরাজ্যের উইলশ্যায়ার কাউন্টির ডেপুটি লেফট্যানান্ট হলেন বিশ্বনাথের মাকরাম আলী আফরুজ en ıyı bahis siteleri’deki En Büyük Yalan

জামেয়া ইসলামিয়া হাজী আব্দুছ ছাত্তার আদর্শ মহিলা মাদ্রাসায় বৃটেন প্রবাসীদের কে সংবর্ধনা প্রদান।

নিজস্ব সংবাদদাতাঃ বিশ্বনাথের জীবন্ত কিংবদন্তী শিক্ষার আলোক বর্তিকা আজীবন মানুষ গড়ার কারিগর বিশিষ্ট শিক্ষাবিদ জনাব এম আবুল হাশেম বি এসসি স্যার প্রতিষ্ঠিত আন্- নি’য়ামাহ উইমেন্স এডুকেশন ট্রাস্ট ইউ কে স্পন্সর্ড সন্তানের প্রধান হক ‘দ্বীনদার শিক্ষিত মা’ তৈরির আদর্শ কারখানা জামেয়া ইসলামিয়া হাজী আব্দুছ ছাত্তার মহিলা মাদ্রাসা ও জুলেখা মাদারিসুল উম্মাহাত (বয়স্কা মহিলা মাদ্রাসা) শিমুল তলায় অদ্য ৩ জানুয়ারী ২০২৩ ইংরেজি রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় জামেয়ার *খাইরুন -জুবাইদা হলে* বৃটেন প্রবাসী জামেয়ার পেট্রন ও অনারারি ট্রাস্টীবৃন্দকে সংবর্ধনা প্রদান উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল মাদ্রাসার মজলিশে শূরার সম্মানিত সভাপতি আলহাজ্ব আব্দুল হক্ব সাহেবের সভাপতিত্বে ও ট্রাস্ট এর অনারারি ট্রাস্টী এট মিডিয়া ও ডাইরেকটার এস এন টিভি এ কে এম তুহেম এবং জামেয়ার শিক্ষাসচিব হাফিজ মাওলানা মোঃ রেজাউল হক রাজু ‘র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজ সেবী কমিউনিটি লিডার শিক্ষানুরাগী আমাদের জামেয়ার অনারারী ট্রাস্টী আলহাজ্ব ক্বারী এম.এ রউফ ,

প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন রিনাউন্ড বিজনেস-ম্যান, শিক্ষানুরাগী ও কমিউনিটি ব্যক্তিত্ব এবং আমাদের জামেয়ার অনারারী পেট্রন আলহাজ্ব এম. আব্দুল আহাদ,
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ পৌরসভার ১নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর বিশিষ্ট সমাজ সেবী এবং আমাদের জামেয়ার সম্মানিত পেট্রন জনাব মোঃ রাজুক মিয়া রাজ্জাক,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিনাউন্ড বিজনেস ম্যান সমাজ সেবী কমিউনিটি ব্যক্তিত্ব এবং আমাদের জামেয়ার অনারারী পেট্রন মি: আফসর আলী, ইউথ কমিউনিটি পার্সনালিটি জামেয়ার শুভানুধ্যায়ী মি: ফেরদাউস হোসাইন এবং আমাদের জামেয়ার পৃষ্টপোষক পর্ষদের সম্মানিত সদস্য ও জামেয়া মোহাম্মদিয়া মাদ্রাসার নায়েবে মুহতামীম হযরত মাওঃ ফয়জুর রহমান সাহেব (দাঃ বাঃ)। অনুষ্ঠানের শুরুতে জামেয়ার ইতিহাস সংক্ষেপে তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন জামেয়ার সম্মানিত নায়েবে খাদিম (নায়েবে মুহতামিম) মাওলানা সালিম আহমদ ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিমুল তলা গ্রামের গর্ব বীর মুক্তিযোদ্ধা জনাব তৈয়ব আলী মেম্বার, শিমুল তলা জামে মসজিদের সেক্রেটারি জনাব আব্দুল খালিক,
বিশিষ্ট মুরব্বি জনাব আলতাব আলী, অত্র জামেয়ার ট্রেজারার আলহাজ্ব আব্দুর রহমান, জামেয়ার সেক্রেটারি আকবর হোসেন কিসমত, সদস্য সর্ব জনাব হাজী সাইদুর রহমান সালাত, জিয়াউর রহমান, মুহিবুর রহমান, মোঃ কামাল হোসেন।
শুভানুধ্যায়ী ও অভিভাবকদের মধ্যে যারা উপস্হিত ছিলেন হাজী আলমাছ আলী, জনাব আব্দুল গফুর, জনাব সানুর মিয়া, জনাব আফরোজ আলী,সমাজ সেবী ও ব্যবসায়ী আবু সুফিয়ান, ব্যবসায়ী আব্দুল বাসিত, সাবেক মেম্বার নজরুল ইসলাম দুলাল, টীচার কামরান আহমদ, মোঃ ইমরান হোসাইন, মোঃ ঝুমন আহমদ, মোঃ রাজু আহমদ, জামেয়ার সিনিয়র শিক্ষক হাফিজ মাওলানা হাবিবুর রহমান ও মাওলানা মাহবুবুর রহমান তানভীর এবং পর্দার আড়ালে দুই শতাধিক ছাত্রী ও শিক্ষিকা।

অনুষ্ঠানে উপস্থিত সন্মানীত অতিথি বৃন্দ জামেয়ার সার্বিক সফলতা, ছাত্রীদের লেখাপড়ার উন্নত মান বিশেষ করে ছাত্রীদের প্রদর্শীত বিভিন্ন পারফরম্যান্স দেখে বিমুহীত হন ।
অনুষ্ঠান শেষে প্রবাসী অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় ।
পরিশেষে —–দেশ ও প্রবাসের সকলের মঙ্গল কামনা চেয়ে দোয়া পরিচালনা করেন জামেয়া মোহাম্মদিয়া মাদ্রাসার নায়েবে মুহতামীম হযরত মাওঃ ফয়জুর রহমান সাহেব।

ট্যাগস

স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়।

জামেয়া ইসলামিয়া হাজী আব্দুছ ছাত্তার আদর্শ মহিলা মাদ্রাসায় বৃটেন প্রবাসীদের কে সংবর্ধনা প্রদান।

আপডেট সময় ০৫:৪৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩

নিজস্ব সংবাদদাতাঃ বিশ্বনাথের জীবন্ত কিংবদন্তী শিক্ষার আলোক বর্তিকা আজীবন মানুষ গড়ার কারিগর বিশিষ্ট শিক্ষাবিদ জনাব এম আবুল হাশেম বি এসসি স্যার প্রতিষ্ঠিত আন্- নি’য়ামাহ উইমেন্স এডুকেশন ট্রাস্ট ইউ কে স্পন্সর্ড সন্তানের প্রধান হক ‘দ্বীনদার শিক্ষিত মা’ তৈরির আদর্শ কারখানা জামেয়া ইসলামিয়া হাজী আব্দুছ ছাত্তার মহিলা মাদ্রাসা ও জুলেখা মাদারিসুল উম্মাহাত (বয়স্কা মহিলা মাদ্রাসা) শিমুল তলায় অদ্য ৩ জানুয়ারী ২০২৩ ইংরেজি রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় জামেয়ার *খাইরুন -জুবাইদা হলে* বৃটেন প্রবাসী জামেয়ার পেট্রন ও অনারারি ট্রাস্টীবৃন্দকে সংবর্ধনা প্রদান উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল মাদ্রাসার মজলিশে শূরার সম্মানিত সভাপতি আলহাজ্ব আব্দুল হক্ব সাহেবের সভাপতিত্বে ও ট্রাস্ট এর অনারারি ট্রাস্টী এট মিডিয়া ও ডাইরেকটার এস এন টিভি এ কে এম তুহেম এবং জামেয়ার শিক্ষাসচিব হাফিজ মাওলানা মোঃ রেজাউল হক রাজু ‘র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজ সেবী কমিউনিটি লিডার শিক্ষানুরাগী আমাদের জামেয়ার অনারারী ট্রাস্টী আলহাজ্ব ক্বারী এম.এ রউফ ,

প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন রিনাউন্ড বিজনেস-ম্যান, শিক্ষানুরাগী ও কমিউনিটি ব্যক্তিত্ব এবং আমাদের জামেয়ার অনারারী পেট্রন আলহাজ্ব এম. আব্দুল আহাদ,
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ পৌরসভার ১নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর বিশিষ্ট সমাজ সেবী এবং আমাদের জামেয়ার সম্মানিত পেট্রন জনাব মোঃ রাজুক মিয়া রাজ্জাক,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিনাউন্ড বিজনেস ম্যান সমাজ সেবী কমিউনিটি ব্যক্তিত্ব এবং আমাদের জামেয়ার অনারারী পেট্রন মি: আফসর আলী, ইউথ কমিউনিটি পার্সনালিটি জামেয়ার শুভানুধ্যায়ী মি: ফেরদাউস হোসাইন এবং আমাদের জামেয়ার পৃষ্টপোষক পর্ষদের সম্মানিত সদস্য ও জামেয়া মোহাম্মদিয়া মাদ্রাসার নায়েবে মুহতামীম হযরত মাওঃ ফয়জুর রহমান সাহেব (দাঃ বাঃ)। অনুষ্ঠানের শুরুতে জামেয়ার ইতিহাস সংক্ষেপে তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন জামেয়ার সম্মানিত নায়েবে খাদিম (নায়েবে মুহতামিম) মাওলানা সালিম আহমদ ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিমুল তলা গ্রামের গর্ব বীর মুক্তিযোদ্ধা জনাব তৈয়ব আলী মেম্বার, শিমুল তলা জামে মসজিদের সেক্রেটারি জনাব আব্দুল খালিক,
বিশিষ্ট মুরব্বি জনাব আলতাব আলী, অত্র জামেয়ার ট্রেজারার আলহাজ্ব আব্দুর রহমান, জামেয়ার সেক্রেটারি আকবর হোসেন কিসমত, সদস্য সর্ব জনাব হাজী সাইদুর রহমান সালাত, জিয়াউর রহমান, মুহিবুর রহমান, মোঃ কামাল হোসেন।
শুভানুধ্যায়ী ও অভিভাবকদের মধ্যে যারা উপস্হিত ছিলেন হাজী আলমাছ আলী, জনাব আব্দুল গফুর, জনাব সানুর মিয়া, জনাব আফরোজ আলী,সমাজ সেবী ও ব্যবসায়ী আবু সুফিয়ান, ব্যবসায়ী আব্দুল বাসিত, সাবেক মেম্বার নজরুল ইসলাম দুলাল, টীচার কামরান আহমদ, মোঃ ইমরান হোসাইন, মোঃ ঝুমন আহমদ, মোঃ রাজু আহমদ, জামেয়ার সিনিয়র শিক্ষক হাফিজ মাওলানা হাবিবুর রহমান ও মাওলানা মাহবুবুর রহমান তানভীর এবং পর্দার আড়ালে দুই শতাধিক ছাত্রী ও শিক্ষিকা।

অনুষ্ঠানে উপস্থিত সন্মানীত অতিথি বৃন্দ জামেয়ার সার্বিক সফলতা, ছাত্রীদের লেখাপড়ার উন্নত মান বিশেষ করে ছাত্রীদের প্রদর্শীত বিভিন্ন পারফরম্যান্স দেখে বিমুহীত হন ।
অনুষ্ঠান শেষে প্রবাসী অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় ।
পরিশেষে —–দেশ ও প্রবাসের সকলের মঙ্গল কামনা চেয়ে দোয়া পরিচালনা করেন জামেয়া মোহাম্মদিয়া মাদ্রাসার নায়েবে মুহতামীম হযরত মাওঃ ফয়জুর রহমান সাহেব।