নিজস্ব সংবাদদাতাঃ ১৯ ফেব্রুয়ারি রোজ শনিবার শিমুলতলাস্থ জামেয়া ইসলামিয়া হাজী আব্দুছ ছাত্তার মহিলা মাদ্রাসার হলরুমে ওই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার মজলিসে শুরার সভাপতি হাজী আব্দুল হকের সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষা সচিব হাফিজ মাওলানা রেজাউল হক রাজু ও এ কে এম তুহেমের যৌথ পরিচালনায় সংবর্ধিত ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন-নি’য়ামাহ ট্রাস্ট ইউকের অনারারী পেট্রন আলহাজ্ব আব্দুল মনির।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তন প্রভাষক বিশ্বনাথ ডিগ্রী কলেজ ও মাদ্রাসার অনারারী পেট্রন বাবরুল হোসাইন বাবুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার অনারারী পেট্রন এ এস শাব্বির (লালা মিয়া),চেয়ারপার্সন কেসল পয়েন্ট জামে মসজিদ কানভে আইল্যান্ড লন্ডন।
ট্রাস্ট ইউকের অনারারী পেট্রন ও মাদ্রাসার রুম ডনার আব্দুর রউফ, সসিয়েল একটিভিস্ট ।মাদ্রাসার অনারারী পেট্রন সুহেল ইবনে আরব আলী,রিনাউন্ড বিজনেসম্যান কমিউনিটি একটিভিস্ট আঃ নুর।
মেট্রঃ পুলিশ অফিসার লন্ডন ও কো-অর্ডিনেটর আন-নি’য়ামাহ ট্রাস্ট ইউকের সিরাজুল ইসলাম।
মহাপরিচালক জামেয়া মাদানিয়া কওমিয়া মহিলা মাদ্রাসা বিশ্বনাথ ও অত্র জামেয়ার পৃষ্ঠপোষক পর্ষদের সম্মানিত সদস্য হযরত মাওলানা কামরুল ইসলাম ছমির।
স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা সালিম আহমদ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী, মাদ্রাসার সেক্রেটারি আকবর হোসেন কিসমত, ট্রেজারার হাজী আব্দুর রহমান, হাজী সাইদুর রহমান সালাত,আজিজুল হক,ঠিকাদার মুয়াজ্জেম হোসেন,মুহিবুর রহমান,কামাল হোসেন ,জহির আহমদ।
সভায় বক্তারা বলেছেন, দেশের প্রতি মহব্বতে সদূর প্রবাসে থেকেও এলাকার শিক্ষা প্রসারে নিজের জীবন দিয়ে কাজ করছেন বিশিষ্ট শিক্ষাবিদ মানুষ গড়ার কারিগর এম. আবুল হাশেম বি এস সি। সভায় বক্তারা মাদ্রাসার ভূয়সী প্রশংসা করেন ও ছাএীদের বিভিন্ন পারফ্রমেন্স দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এবং জামেয়া উত্তর উত্তর উন্নতির পথে এগিয়ে গিয়েছে বলে দাবি করেন। তারা আরও দাবি করেন অত্র মহিলা মাদ্রাসা আজ দেশ-বিদেশে সুনামবৃদ্ধি করছে। এধারা অব্যাহত রাখতে সবাইকে আরো বেশি বেশি করে এগিয়ে আসতে অনুরোধ জানানো হয়। সভায় মাদ্রাসার শিক্ষক/শিক্ষিকা ও ছাএীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার ছাএী মোছাঃ মাহিরা বেগম।আরবী নাশীদ পরিবেশন করেন যৌথভাবে মোঃ রেবা বেগম, সাজিদা বেগম ও মাহিরা বেগম। সূরা তাকাছুর এর তিলাওয়াত এর সাথে ইংরেজি, বাংলা অর্থ বলেন সুমাইয়া বেগম, তাহমিনা বেগম, খাদিজা বেগম। ১০ টি মাসনূন দোয়া বলেন নাফিসা ও হুমায়রা বেগম (১ম শেণ্রী)।৫টি হাদিস ইংলিশ-বাংলা অর্থসহ বলেন মাহিমা, ইভা ও মাহিম-২ (২য় শেণ্রী)। ইংরেজি হামদ- না’ত পরিবেশনা করেন সাজিদা ও মাহিরা বেগম। এবং
আরবি- ইংরেজি -বাংলা মুকালামা(কথোপকথন) করেন মোছাঃ আমিনা বেগম, তানিয়া বেগম, রেবা বেগম, মাছুমা বেগম ও আনিকা বেগম,তারা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথি বৃন্দ সহ সবাইকে বিমোহিত করে।