ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ১৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউনাইটেড রোটস এর আয়োজনে মহান বিজয় দিবস পালিত সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়। ম্যানচেস্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের সৌজন্যে সাক্ষাৎ যুক্তরাজ্যের নর্থ-বাংলা প্রেসক্লাবের সভাপতি ফখরুল হোসাইনের সাথে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের মতবিনিময় নর্থ বাংলা প্রেসক্লাব নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের আত্মপ্রকাশ, সভাপতি ফখরুল হোসাইন সম্পাদক নুরুল আমিন ৪০ কেজি ওজনের হলি রামাদ্বান ফ্যামেলি ফুড প্যাক বিতরণ করল আননিয়ামাহ উইমেন্স এডুকেশন ট্রাস্ট ইউ কে যুক্তরাজ্যের উইলশ্যায়ার কাউন্টির ডেপুটি লেফট্যানান্ট হলেন বিশ্বনাথের মাকরাম আলী আফরুজ

জমজমাট আয়োজনে ভাদেশ্বর উন্নয়ন সমিতি ইউকের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

শহিদুর রহমান জামালঃ  যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির ঐতিহ্যবাহী এবং বৃহত্তম সংগঠন ভাদেশ্বর উন্নয়ন সমিতি, ইউকের নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ অক্টোবর ,রবিবার লন্ডনের হোয়াইটচ্যাপেল আলহামরা কনফারেন্স হলে জমজমাট এক অনুষ্ঠানের মধ্যদিয়ে নতুন কমিটির কাছে এই স্বনামধন্য চ্যারিটি সংগঠনটির পরিচালনার মহান দায়িত্ব অর্পন করা হয়।

করোনা মহামারীর কারণে দীর্ঘ কয়েক বছরের বেশি সময় যুক্তরাজ্যে বাংলাদেশিদের সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনগুলো স্থবির ছিলো। ভাদেশ্বর উন্নয়ন সমিতি ইউকের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে সেই স্থবিরতার যেন অবসান ঘটে।

অনুষ্ঠানটি ছিল যুক্তরাজ্যে বসবাসরত ভাদেশ্বর উন্নয়ন সমিতির গণ্যমান্য ব্যক্তিদের এক জমজমাট মিলন মেলা। অনেকে পরিবার-পরিজন নিয়ে অনুষ্ঠানে এসেছিলেন।

অসংখ্য অতিথির এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন ফাউন্ডার এক্সিডেন্ট এ কিউ চৌধুরী(কদন মিয়া), ফাউন্ডার মেম্বার মোহম্মদ আলী আহমেদ ও ফাউন্ডার মেম্বার জনাব আব্দুল গনি সাহেব| বিশেষ অতিথি ছিলেন ভাদেশ্বর উন্নয়ন সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক-জনাব সবুর আহমেদের ছেলে ব্রিটিশ ব্যারিস্টার ওমর ফারুক।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন কাজী আজহারুল ইসলাম মাহবুব| এসময় ভাদেশ্বর উন্নয়ন সমিতির বিদায়ী সভাপতি শামসুজ্জামান বেলুমিয়া বলেন, ভাদেশ্বর উন্নয়ন সমিতি ইউকে সূচনা থেকেই আত্মমানবতার সেবায় নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। ঐতিহ্যবাহী এই সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করাটা তাঁর জন্য অত্যন্ত সম্মানের। তিনি এবং তাঁর কমিটি আন্তরিকতার সঙ্গে সংগঠনের সুনাম অক্ষুন্ন রাখতে এবং সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিতে কাজ করে গেছেন। ভবিষ্যৎ নেতৃত্বও সংগঠনের এই অগ্রগতির ধারা অব্যাহত রাখবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
সংগঠনের বিদায়ী সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম খাঁন তাদের কমিটির নানা উন্নয়নমূলক কার্যক্রমের সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরেন। তিনি বলেন, ভাদেশ্বর উন্নয়ন সমিতি মানবসেবার কাজে যেন সবসময় সেরা থাকে সেই লক্ষ্য নিয়েই তারা কাজ করে গেছেন। তিনি নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তদের জন্য শুভকামনা জ্ঞাপন করেন।

এ সময় সাবেক ভাদেশ্বর উন্নয়ন সমিতির সভাপতি শামসুজ্জামান বেলু মিয়া-২০২১-২০২৩ সালের জন্য নির্বাচিত কমিটির সদস্যদের একে একে পরিচয় করিয়ে দেন। তুমুল করতালির মাধ্যমে নব নির্বাচিত কমিটিকে স্বাগত জানান উপস্থিত সকলে।
নব নির্বাচিত কমিটির সভাপতি নির্বাচন করায় ঐতিহ্যবাহী ভাদেশ্বর উন্নয়ন সমিতির ইউকের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী জনাব মকবুল আহমদ বলেন তিনি সকলে প্রতি কৃতজ্ঞ। বিশাল এই সংগঠনের দায়িত্ব যেন তিনি সঠিকভাবে পালন করতে পারেন সেজন্য বিদায়ী কমিটি সহ সংগঠনের সকল পর্যায়ের ব্যক্তিবর্গের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
নতুন কমিটির সাধারণ সম্পাদক লেকচারার কাজী সাইফুর রহমান শাফিন, সংগঠনের সকল বিদায়ী নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন সংগঠনের সুনাম ও অগ্রগতির ধারা বজায় রাখতে তাঁরা হৃদয় দিয়ে কাজ করে যাবেন। নতুন নির্বাচিত ট্রেজারার সিরাজুল ইসলাম ভাদেশ্বর উন্নয়ন সমিতির উপস্থিত সকলের দোয়া কামনা করেন।এবং বিশ্বস্ততার সহিত এই দায়িত্ব পালন করার জন্য সকলের সহযোগিতা চেয়েছেন।

বিশেষ অতিথি বক্তব্যে বৃটেনের জনপ্রিয় চ্যানেল এস এর উপস্থাপক সায়েক সওদাগর বক্তব্য রাখেন| এ সময় তিনি বলেন ‘ভাদেশ্বর উন্নয়ন সমিতি স্থাপিত হয় ১৯৬৮ ইং এই দীর্ঘ সময় ধরে চলে আসা বাপ-দাদাদের এই ঐতিহ্যবাহী সংগঠন যেন বিশ্বস্ততার সহিত সমাজ দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে পারে|একই সাথে ব্রিটেনে বেড়ে ওঠা প্রজন্মদের কাছে ভাদেশ্বর উন্নয়ন সমিতির কার্যক্রম পৌঁছানোর আহ্বান জানান। জনাব সায়েক সওদাগর বক্তব্যের প্রতি সকলেই মত পোষণ করে উপস্থিত সকলেই সাধুবাদ জানান।

অত:পর নতুন কমিটির পক্ষ থেকে পুরাতন কমিটির ফাউন্ডার মেম্বারদের ক্রেস্ট প্রদান করা হয়।
ক্রেস্ট প্রাপ্তরা হলেন!ফাউন্ডার মেম্বার এ কিউ চৌধুরী,
ফাউন্ডার মেম্বার, মোহাম্মদ আলী আহমদ
ফাউন্ডার মেম্বার, হাজী নুরুল গনি।

দিনব্যাপী এই আয়োজনে ভুয়সী প্রশংসায় ভাদেশ্বর উন্নয়ন সমিতির নবনির্বাচিত পাবলিক এন্ড প্রেস সেক্রেটারি ব্রিটিশ বাংলা টেলিভিশন চেয়ারম্যান, লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য, বৃটেনের জন প্রিয় চ্যানেল এস সাংবাদিক-শহিদুর রহমান জামাল আহমেদ বলেছেন।১৯৬৮ ইং সালে গঠিত ভাদেশ্বর উন্নয়ন সমিতি ইউকে নানাবিধ সামাজিক কর্মকান্ড করে দেশ ও প্রবাসের মানবসেবায় যথেষ্ট ভূমিকা রাখছে।সমিতির প্রতিষ্ঠা লগ্ন থেকে অক্লান্ত পরিশ্রম করে যারা এই সমিতিকে আজকের জায়গায় এনে দাঁড় করিয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।সকলের সর্বান্তক চেষ্টায় এই সমিতি আরও প্রসারতা- বর্তমান মানুষ যেভাবে ইলেকট্রনিক মিডিয়ার দিকে ঝুঁকে পড়েছে তাই একই ধারায় ভাদেশ্বর উন্নয়ন সমিতির সকল কার্যক্রম প্রিন্ট মিডিয়ার মাধ্যমে বহিঃবিশ্বের সব জায়গায় পৌঁছানোর আশ্বাস প্রদান করেছেন।

অনুষ্ঠানে আরও উপস্হিত ছিলেন—সামছুর রহমান, ছালেহ আহমদ, সিপন বেগম, ফাতেমা বেগম, সাহারা ইসলাম, জাফরুল ইসলাম, রুহেল আহমদ, আফজল হোসেন, কলা মিয়া, ছুনু মিয়া প্রমূখ।

কমিটির নতুন সদস্য তালিকা-
সভাপতি: ভাদেশ্বর মকবুল আহমদ আইডিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা: ভাদেশ্বর এর কৃতি সন্তান জনাব,মকবুল আহমদ
সিনিয়র সহ সভাপতি-জনাব, আতাউর রহমান,সহ সভাপতি—ব্যারিষ্টার জনাব, ওমর ফারুক,সাধারন সম্পাদক—লেকচারার কাজী সাইফুর রহমান সাফিন,সহ সাধারন সম্পাদক—কবি শাহারা খান
সহ সাধারন সম্পাদক—জনাব,জালাল উদ্দিন,
ট্রেজারার—মোহাম্মদ সিরাজুল ইসলাম,
জয়েন্ট ট্রেজারার—জনাব,আফজল হোসেন
শিক্ষা ও স্বাস্হ্য বিষয়ক সম্পাদক—কাউন্সিলার সারিকা মকবুল,প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী— লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্য,ব্রিটিশ বাংলা টেলিভিশন চেয়ারম্যান, চ্যানেল এস সাংবাদিক-শহিদুর রহমান (জামাল):সন্মানীত সদস্যরা হলেন-
হাজী নুরুল গনি,মোহাম্মদ আলী আহমদ,
সামসুজ্জামান আহমদ বেলু মিয়া,আবুল কাশেম খাঁন,আব্দুল খালেক
আবু সায়িদ আহমদ খাঁন,হারিছ আলী,জহির উদ্দিন,আতিকুর রহমান শেফার, নর্থামব্রিয়া ইউনিভার্সিটি লন্ডনের ছাত্র রুহেল বিন সায়েদ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ইউনাইটেড রোটস এর আয়োজনে মহান বিজয় দিবস পালিত

জমজমাট আয়োজনে ভাদেশ্বর উন্নয়ন সমিতি ইউকের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

আপডেট সময় ০৪:২৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১

শহিদুর রহমান জামালঃ  যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির ঐতিহ্যবাহী এবং বৃহত্তম সংগঠন ভাদেশ্বর উন্নয়ন সমিতি, ইউকের নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ অক্টোবর ,রবিবার লন্ডনের হোয়াইটচ্যাপেল আলহামরা কনফারেন্স হলে জমজমাট এক অনুষ্ঠানের মধ্যদিয়ে নতুন কমিটির কাছে এই স্বনামধন্য চ্যারিটি সংগঠনটির পরিচালনার মহান দায়িত্ব অর্পন করা হয়।

করোনা মহামারীর কারণে দীর্ঘ কয়েক বছরের বেশি সময় যুক্তরাজ্যে বাংলাদেশিদের সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনগুলো স্থবির ছিলো। ভাদেশ্বর উন্নয়ন সমিতি ইউকের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে সেই স্থবিরতার যেন অবসান ঘটে।

অনুষ্ঠানটি ছিল যুক্তরাজ্যে বসবাসরত ভাদেশ্বর উন্নয়ন সমিতির গণ্যমান্য ব্যক্তিদের এক জমজমাট মিলন মেলা। অনেকে পরিবার-পরিজন নিয়ে অনুষ্ঠানে এসেছিলেন।

অসংখ্য অতিথির এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন ফাউন্ডার এক্সিডেন্ট এ কিউ চৌধুরী(কদন মিয়া), ফাউন্ডার মেম্বার মোহম্মদ আলী আহমেদ ও ফাউন্ডার মেম্বার জনাব আব্দুল গনি সাহেব| বিশেষ অতিথি ছিলেন ভাদেশ্বর উন্নয়ন সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক-জনাব সবুর আহমেদের ছেলে ব্রিটিশ ব্যারিস্টার ওমর ফারুক।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন কাজী আজহারুল ইসলাম মাহবুব| এসময় ভাদেশ্বর উন্নয়ন সমিতির বিদায়ী সভাপতি শামসুজ্জামান বেলুমিয়া বলেন, ভাদেশ্বর উন্নয়ন সমিতি ইউকে সূচনা থেকেই আত্মমানবতার সেবায় নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। ঐতিহ্যবাহী এই সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করাটা তাঁর জন্য অত্যন্ত সম্মানের। তিনি এবং তাঁর কমিটি আন্তরিকতার সঙ্গে সংগঠনের সুনাম অক্ষুন্ন রাখতে এবং সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিতে কাজ করে গেছেন। ভবিষ্যৎ নেতৃত্বও সংগঠনের এই অগ্রগতির ধারা অব্যাহত রাখবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
সংগঠনের বিদায়ী সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম খাঁন তাদের কমিটির নানা উন্নয়নমূলক কার্যক্রমের সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরেন। তিনি বলেন, ভাদেশ্বর উন্নয়ন সমিতি মানবসেবার কাজে যেন সবসময় সেরা থাকে সেই লক্ষ্য নিয়েই তারা কাজ করে গেছেন। তিনি নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তদের জন্য শুভকামনা জ্ঞাপন করেন।

এ সময় সাবেক ভাদেশ্বর উন্নয়ন সমিতির সভাপতি শামসুজ্জামান বেলু মিয়া-২০২১-২০২৩ সালের জন্য নির্বাচিত কমিটির সদস্যদের একে একে পরিচয় করিয়ে দেন। তুমুল করতালির মাধ্যমে নব নির্বাচিত কমিটিকে স্বাগত জানান উপস্থিত সকলে।
নব নির্বাচিত কমিটির সভাপতি নির্বাচন করায় ঐতিহ্যবাহী ভাদেশ্বর উন্নয়ন সমিতির ইউকের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী জনাব মকবুল আহমদ বলেন তিনি সকলে প্রতি কৃতজ্ঞ। বিশাল এই সংগঠনের দায়িত্ব যেন তিনি সঠিকভাবে পালন করতে পারেন সেজন্য বিদায়ী কমিটি সহ সংগঠনের সকল পর্যায়ের ব্যক্তিবর্গের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
নতুন কমিটির সাধারণ সম্পাদক লেকচারার কাজী সাইফুর রহমান শাফিন, সংগঠনের সকল বিদায়ী নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন সংগঠনের সুনাম ও অগ্রগতির ধারা বজায় রাখতে তাঁরা হৃদয় দিয়ে কাজ করে যাবেন। নতুন নির্বাচিত ট্রেজারার সিরাজুল ইসলাম ভাদেশ্বর উন্নয়ন সমিতির উপস্থিত সকলের দোয়া কামনা করেন।এবং বিশ্বস্ততার সহিত এই দায়িত্ব পালন করার জন্য সকলের সহযোগিতা চেয়েছেন।

বিশেষ অতিথি বক্তব্যে বৃটেনের জনপ্রিয় চ্যানেল এস এর উপস্থাপক সায়েক সওদাগর বক্তব্য রাখেন| এ সময় তিনি বলেন ‘ভাদেশ্বর উন্নয়ন সমিতি স্থাপিত হয় ১৯৬৮ ইং এই দীর্ঘ সময় ধরে চলে আসা বাপ-দাদাদের এই ঐতিহ্যবাহী সংগঠন যেন বিশ্বস্ততার সহিত সমাজ দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে পারে|একই সাথে ব্রিটেনে বেড়ে ওঠা প্রজন্মদের কাছে ভাদেশ্বর উন্নয়ন সমিতির কার্যক্রম পৌঁছানোর আহ্বান জানান। জনাব সায়েক সওদাগর বক্তব্যের প্রতি সকলেই মত পোষণ করে উপস্থিত সকলেই সাধুবাদ জানান।

অত:পর নতুন কমিটির পক্ষ থেকে পুরাতন কমিটির ফাউন্ডার মেম্বারদের ক্রেস্ট প্রদান করা হয়।
ক্রেস্ট প্রাপ্তরা হলেন!ফাউন্ডার মেম্বার এ কিউ চৌধুরী,
ফাউন্ডার মেম্বার, মোহাম্মদ আলী আহমদ
ফাউন্ডার মেম্বার, হাজী নুরুল গনি।

দিনব্যাপী এই আয়োজনে ভুয়সী প্রশংসায় ভাদেশ্বর উন্নয়ন সমিতির নবনির্বাচিত পাবলিক এন্ড প্রেস সেক্রেটারি ব্রিটিশ বাংলা টেলিভিশন চেয়ারম্যান, লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য, বৃটেনের জন প্রিয় চ্যানেল এস সাংবাদিক-শহিদুর রহমান জামাল আহমেদ বলেছেন।১৯৬৮ ইং সালে গঠিত ভাদেশ্বর উন্নয়ন সমিতি ইউকে নানাবিধ সামাজিক কর্মকান্ড করে দেশ ও প্রবাসের মানবসেবায় যথেষ্ট ভূমিকা রাখছে।সমিতির প্রতিষ্ঠা লগ্ন থেকে অক্লান্ত পরিশ্রম করে যারা এই সমিতিকে আজকের জায়গায় এনে দাঁড় করিয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।সকলের সর্বান্তক চেষ্টায় এই সমিতি আরও প্রসারতা- বর্তমান মানুষ যেভাবে ইলেকট্রনিক মিডিয়ার দিকে ঝুঁকে পড়েছে তাই একই ধারায় ভাদেশ্বর উন্নয়ন সমিতির সকল কার্যক্রম প্রিন্ট মিডিয়ার মাধ্যমে বহিঃবিশ্বের সব জায়গায় পৌঁছানোর আশ্বাস প্রদান করেছেন।

অনুষ্ঠানে আরও উপস্হিত ছিলেন—সামছুর রহমান, ছালেহ আহমদ, সিপন বেগম, ফাতেমা বেগম, সাহারা ইসলাম, জাফরুল ইসলাম, রুহেল আহমদ, আফজল হোসেন, কলা মিয়া, ছুনু মিয়া প্রমূখ।

কমিটির নতুন সদস্য তালিকা-
সভাপতি: ভাদেশ্বর মকবুল আহমদ আইডিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা: ভাদেশ্বর এর কৃতি সন্তান জনাব,মকবুল আহমদ
সিনিয়র সহ সভাপতি-জনাব, আতাউর রহমান,সহ সভাপতি—ব্যারিষ্টার জনাব, ওমর ফারুক,সাধারন সম্পাদক—লেকচারার কাজী সাইফুর রহমান সাফিন,সহ সাধারন সম্পাদক—কবি শাহারা খান
সহ সাধারন সম্পাদক—জনাব,জালাল উদ্দিন,
ট্রেজারার—মোহাম্মদ সিরাজুল ইসলাম,
জয়েন্ট ট্রেজারার—জনাব,আফজল হোসেন
শিক্ষা ও স্বাস্হ্য বিষয়ক সম্পাদক—কাউন্সিলার সারিকা মকবুল,প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী— লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্য,ব্রিটিশ বাংলা টেলিভিশন চেয়ারম্যান, চ্যানেল এস সাংবাদিক-শহিদুর রহমান (জামাল):সন্মানীত সদস্যরা হলেন-
হাজী নুরুল গনি,মোহাম্মদ আলী আহমদ,
সামসুজ্জামান আহমদ বেলু মিয়া,আবুল কাশেম খাঁন,আব্দুল খালেক
আবু সায়িদ আহমদ খাঁন,হারিছ আলী,জহির উদ্দিন,আতিকুর রহমান শেফার, নর্থামব্রিয়া ইউনিভার্সিটি লন্ডনের ছাত্র রুহেল বিন সায়েদ।