ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মা শ্যারোলেট জনসন ওয়াল মৃত্যু বরন করেছেন। সোমবার লন্ডনের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এপি।
শ্যারোলেট জনসন ওয়ালের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির নেতা কেইর স্টার্মারসহ দেশটির শীর্ষস্থানীয় রাজনীতিকরা।
শ্যারোলেট জনসন ওয়াল ১৯৬৩ সালে স্ট্যানলি জনসনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১৯৭৯ সালে তাদের বিচ্ছেদ ঘটে। পরে তিনি মার্কিন অধ্যাপক নিকোলাস ওয়ালকে বিয়ে করে নিউইয়র্কে পাড়ি জমান। ওই স্বামীর মৃত্যুর পর ১৯৯৬ সালে ফের দেশে দেশে ফেরেন তিনি।
ব্যক্তিগত জীবনে শ্যারোলেট জনসন ওয়াল চার সন্তানের জননী। তারা হচ্ছে বরিস জনসন, সাংবাদিক রাশেল জনসন, সাবেক ব্রিটিশ মন্ত্রী জো জনসন ও পরিবেশবিদ লিও জনসন।
সংবাদ শিরোনাম ::
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মা শ্যারোলেট জনসন মারা গেছেন
- টাইম নিউজ বিডি ডেস্ক :
- আপডেট সময় ০৫:০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
- ৭৪৩ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ