গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
আজ শনিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সাক্ষাতকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোয়া কামনা করেন হাবিবুর রহমান হাবিব।
নির্বাচনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন বলে প্রধানমন্ত্রীকে অবগত করেন হাবিব। পরে হাবিবকে সংসদীয় বোর্ডের বৈঠকে ডেকে নিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য গত ৪ আগস্ট সিলেট-৩ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেন হাবিবুর রহমান হাবিব। হাবিব নৌকা প্রতীকে ৯০ হাজার ৬৪ ভোট পেয়ে বিজয়ী হন। লাঙল প্রতীক নিয়ে ২৪ হাজার ৭৫২ ভোট পেয়ে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক ছিলেন নিকটতম প্রতিবন্ধী।
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সাথে নবনির্বাচিত সাংসদ হাবিবুর রহমান হাবিবের সাক্ষাৎ
- টাইম নিউজ বিডি ডেস্ক :
- আপডেট সময় ১০:৩২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
- ৭৭৪ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ