সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান ২ সেপ্টেম্বর, বৃহিস্পতিবার বিকাল ৪.৩০ মিনিটে সিলেটের একটি হাসপাতাল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বর্ষিয়ান এ রাজনীতিবিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তেযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক শোক প্রকাশ করে বলেন, গণমানুষের রাজনীতি করেছেন এডভোকেট লুৎফুর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বাস্তবায়ন করতে তিনি আমৃত্যু কাজ করে গেছেন। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আধুনিক, সমৃদ্ধ, ডিজিটাল বাংলাদেশ গড়ার মিছিলেও তিনি কাজ করেছেন।
এডভোকেট লুৎফুর রহমান গণপরিষদের সদস্য ছিলেন। সিলেট জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে থাকাকালে সিলেটের, প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাট, স্কুল- কলেজের উন্নয়ন থেকে শুরু করে জনদূর্ভোগ লাঘবে কাজ করেছেন। গণমানুষের আপনজন হিসেবে জনগণের স্মৃতিতেই বেঁচে থাকবেন এডভোকেট লুৎফুর রহমান।
যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ পরিবারের নেতাকর্মীরা,মরহুমের পবিত্র আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
সংবাদ শিরোনাম ::
সিলেট জেলা আওয়ামীলীগ সভাপতি’র মৃত্যুতে যুক্তরাজ্য আওয়ামীলীগের শোক প্রকাশ
- টাইম নিউজ বিডি ডেস্ক :
- আপডেট সময় ০৮:০৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১
- ৭৩০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ