কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতাঃ বৃহস্পতিবার (২৬ আগষ্ট) দুপুর সাড়ে ১২টায় মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাব ভবন নির্মাণ কাজ পরিদর্শন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান। প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে নিজস্ব জমিতে নির্মিতব্য পাঁচ তলা ফাউন্ডেশনের প্রেসক্লাব ভবন নির্মাণ কাজে জেলা পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি,জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, সাবেক ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী,সাবেক ইউপি চেয়ারম্যান সাব্বির আহমেদ ভূঁইয়া প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়,সহ-সভাপতি শাব্বীর এলাহী,সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সহ প্রেসক্লাবের নেতৃবৃন্দগণ।