ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়। ম্যানচেস্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের সৌজন্যে সাক্ষাৎ যুক্তরাজ্যের নর্থ-বাংলা প্রেসক্লাবের সভাপতি ফখরুল হোসাইনের সাথে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের মতবিনিময় নর্থ বাংলা প্রেসক্লাব নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের আত্মপ্রকাশ, সভাপতি ফখরুল হোসাইন সম্পাদক নুরুল আমিন ৪০ কেজি ওজনের হলি রামাদ্বান ফ্যামেলি ফুড প্যাক বিতরণ করল আননিয়ামাহ উইমেন্স এডুকেশন ট্রাস্ট ইউ কে যুক্তরাজ্যের উইলশ্যায়ার কাউন্টির ডেপুটি লেফট্যানান্ট হলেন বিশ্বনাথের মাকরাম আলী আফরুজ যুক্তরাজ্যের উইলশ্যায়ার কাউন্টির ডেপুটি লেফট্যানান্ট হলেন বিশ্বনাথের মাকরাম আলী আফরুজ en ıyı bahis siteleri’deki En Büyük Yalan

মক্কা ও মদিনার দুটি মসজিদ পরিচালনার শীর্ষ দায়িত্বে দু’জন উচ্চতর ডিগ্রিধারী নারী

পবিত্র নগরী মক্কা ও মদিনার দুটি গ্রান্ড মসজিদের পরিচালনার শীর্ষ পদে এই প্রথম বারের মতো দু’জন উচ্চতর ডিগ্রিধারী নারীকে নিয়োগ দেয়া হয়েছে। প্রেসিডেন্সির উপ-প্রধান হিসেবে নিয়োগপ্রাপ্ত দুই জন নারী হলেন, ড. আল আনাউদ আল আবাউদ ও ড. ফাতিমা আল রাশুদ।
পবিত্র দুই মসজিদ পরিচালনাকারী প্রতিষ্ঠান জেনারেল প্রেসিডেন্সির প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস এ দুই নারীকে নিয়োগ দিয়েছেন।

এছাড়াও জেনারেল প্রেসিডেন্সির নারী সেবা বিষয়ক প্রশাসনের উপ-প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন, ড. কামিলিয়া আল দাদি। গ্রন্থাগার ও বৈজ্ঞানিক গবেষণা বিভাগের উপ-পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. ইবতেহাদ আল জেইদ।
এছাড়াও বিজ্ঞান, বুদ্ধিবৃত্তিক ও নারী সেবা বিভাগের উপ-পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. নুরাহ আল থুওয়াইবি। জেনারেল প্রেসিডেন্সিতে নারী সেবা ও ক্ষমতায়ন বিভাগের উপ-সহকারি পদে নিয়োগের অংশ হিসেবে নতুন নারী কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
ড. কামিলিয়া আল দাদি বলেন, পরিচালনা পর্ষদের নতুন কাঠামো প্রশাসনের কার্যক্রমকে আরো সফল করবে। সৌদি নেতৃবৃন্দের সহায়তায় জেনারেল প্রেসিডেন্সি নারীদের কর্মক্ষেত্রে সত্যিকার অগ্রগতি নিশ্চিত করবে। তাছাড়া পবিত্র দুই মসজিদ দায়িত্ব পালনের পক্রিয়া আরো বাড়িয়ে দেয়। কারণ সম্মানিত স্থানে লক্ষাধিক মুসলিমের সেবা করার আশা সবাই লালন করে।
জেনারেল প্রেসিডেন্সির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপ-প্রধান আবদুল হামিদ আল মালিকি বলেন, পরিচালনা পর্ষদের নতুন কাঠামোতে প্রধানত চারটি বিষয় প্রাধান্য দেওয়া হয়েছে। সুত্রঃ আরব নিউজ।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়।

মক্কা ও মদিনার দুটি মসজিদ পরিচালনার শীর্ষ দায়িত্বে দু’জন উচ্চতর ডিগ্রিধারী নারী

আপডেট সময় ০১:৫৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১

পবিত্র নগরী মক্কা ও মদিনার দুটি গ্রান্ড মসজিদের পরিচালনার শীর্ষ পদে এই প্রথম বারের মতো দু’জন উচ্চতর ডিগ্রিধারী নারীকে নিয়োগ দেয়া হয়েছে। প্রেসিডেন্সির উপ-প্রধান হিসেবে নিয়োগপ্রাপ্ত দুই জন নারী হলেন, ড. আল আনাউদ আল আবাউদ ও ড. ফাতিমা আল রাশুদ।
পবিত্র দুই মসজিদ পরিচালনাকারী প্রতিষ্ঠান জেনারেল প্রেসিডেন্সির প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস এ দুই নারীকে নিয়োগ দিয়েছেন।

এছাড়াও জেনারেল প্রেসিডেন্সির নারী সেবা বিষয়ক প্রশাসনের উপ-প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন, ড. কামিলিয়া আল দাদি। গ্রন্থাগার ও বৈজ্ঞানিক গবেষণা বিভাগের উপ-পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. ইবতেহাদ আল জেইদ।
এছাড়াও বিজ্ঞান, বুদ্ধিবৃত্তিক ও নারী সেবা বিভাগের উপ-পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. নুরাহ আল থুওয়াইবি। জেনারেল প্রেসিডেন্সিতে নারী সেবা ও ক্ষমতায়ন বিভাগের উপ-সহকারি পদে নিয়োগের অংশ হিসেবে নতুন নারী কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
ড. কামিলিয়া আল দাদি বলেন, পরিচালনা পর্ষদের নতুন কাঠামো প্রশাসনের কার্যক্রমকে আরো সফল করবে। সৌদি নেতৃবৃন্দের সহায়তায় জেনারেল প্রেসিডেন্সি নারীদের কর্মক্ষেত্রে সত্যিকার অগ্রগতি নিশ্চিত করবে। তাছাড়া পবিত্র দুই মসজিদ দায়িত্ব পালনের পক্রিয়া আরো বাড়িয়ে দেয়। কারণ সম্মানিত স্থানে লক্ষাধিক মুসলিমের সেবা করার আশা সবাই লালন করে।
জেনারেল প্রেসিডেন্সির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপ-প্রধান আবদুল হামিদ আল মালিকি বলেন, পরিচালনা পর্ষদের নতুন কাঠামোতে প্রধানত চারটি বিষয় প্রাধান্য দেওয়া হয়েছে। সুত্রঃ আরব নিউজ।