যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তানে অবস্থানরত সকল ব্রিটিশ নাগরিকদের নিজ দেশে ফিরে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে ব্রিটেন। দেশটিতে সেনাবাহিনীর সঙ্গে তালেবানদের তুমুল লড়াইয়ের কারণে তাৎক্ষণিকভাবে সেখানে অবস্থানরত সকল বৃটিশ নাগরিককে দেশে ফিরে যাওয়ার জন্য দিয়েছে তারা। আফগানিস্তানে অবস্থানরত সব পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আফগানিস্তান সফরের বিরুদ্ধে পরামর্শ দেয়া হয়েছে।
সেখানে বলা হয়েছে, আফগানিস্তানে অবস্থানরত বৃটিশ সব নাগরিককে এখনই বাণিজ্যিক উপায়ে ওই দেশ ছাড়তে পরামর্শ দেয়া হয়েছে। দেশটির নিরাপত্তা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। এ জন্য আপনি যদি আফগানিস্তানে অবস্থান করে থাকেন, তাহলে বাণিজ্যিক কোনো উপায়ে এখনই ওই দেশ ছাড়ুন। জরুরি ভিত্তিতে উদ্ধার করা হবে, এই আশার ওপর নির্ভর না করতে বৃটিশদের সতর্ক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এতে আরও বলা হয়, এরই মধ্যে আফগানিস্তানের গ্রামীণ জনপদের বিশাল এলাকা নিজেদের দখলে নিয়েছে তালেবানরা। ইরানের সঙ্গে পশ্চিমাঞ্চলীয় সীমান্তে হেরাতসহ বেশ কিছু শহরে, লস্করগাঁ, কান্দাহারে সরকারি সেনাদের চ্যালেঞ্জ জানিয়েছে তারা। প্রায় দুই দশকের যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিদেশি সেনাদের প্রত্যাহারের ঘোষণা দেয়ার পরই তালেবানরা তাদের অভিযান জোরালো করেছে।
বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে, তারা দেশটির অর্ধেকের বেশি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। এর প্রেক্ষিতে বৃটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, আফগানিস্তানে সন্ত্রাসী হামলা হওয়ার বড় ঝুঁকি রয়েছে। তবে ব্রিটিশদের হঠাৎ করে এধরণের সিদ্ধান্তের নেয়ার কারনে আবারও জনমনে বিভিন্নধরনের প্রশ্ন উঁকিঝুঁকি দিচ্ছে।
সংবাদ শিরোনাম ::
ব্রিটিশ নাগরিকদের আফগানিস্তান ত্যাগের নির্দেশ দিয়েছে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়
- টাইম নিউজ বিডি ডেস্ক :
- আপডেট সময় ০১:৩৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১
- ৭৬৭ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ