মোঃ রফিকুল ইসলামঃ কিশোরগঞ্জের স্বেচ্ছাসেবি সংগঠন সুখির উদ্যোগে গ্রামের নিরক্ষর ও অসচেতন মানুষকে ফ্রি রেজিষ্ট্রেশনের ব্যবস্থা করেছেন ।
সরকার সারাদেশে নাগরিকদের বিনামূল্যে করোনা ভ্যাক্সিন প্রদান করছেন। জণগণের মধ্যেও বর্তমানে ভ্যাক্সিন গ্রহণের ব্যাপারে আগ্রহ বেড়েছে। কিন্তু গ্রাম ও শহরতলীর নিরক্ষর মানুষ নিজে নিজে ভ্যাক্সিন রেজিষ্ট্রেশন করতে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।
সুখী কিশোরগঞ্জের উদ্যোগে তাই গ্রাম ও শহরতলীর সাধারণ মানুষদের জন্য ভ্যাক্সিন রেজিষ্ট্রেশন সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। চলমান এ কার্যক্রমের অংশ হিসাবে ইতিমধ্যে বৌলাই ইউনিয়নের দ: রাজকুন্তি কমিউনিটি ক্লিনিকে স্বেচ্ছাসেবামূলক ভ্যাক্সিন রেজিষ্ট্রেশন সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রশংসনীয় এ কার্যক্রমে সমন্বয়কারী মুহাম্মদ মাহফুজুর রহমান (মাহফুজ) এবং বাস্তবায়নকারী জাকির হোসেন রাজীবের তত্বাবধানে স্বেচ্ছাসেবক রফিকুল ইসলাম রুবেল, মোঃ আব্দুল্লাহ রিয়াদ, নাঈমুল হাসান (তারেক), মোঃ কাইজার রহমান কিং, মোঃ মমিনুল ইসলাম (মুমিন), মোঃ তারেক মিয়া, নাঈম আল হাসান (তনয়) , মোঃ আবু হানিফ বিজয় প্রমুখ কাজ করছেন।
কিশোরগঞ্জ জেলা প্রশাসন এবং সিভিল সার্জন মহোদয়ের সহযোগিতা, পরামর্শ ও সমন্বয়পূর্বক উক্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে। দঃ রাজকুন্তি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো: আবদুস সামাদ এ সময় উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।