কমলগঞ্জ সংবাদদাতাঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্যামেলিয়া হাসপাতালে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানা অক্সিজেন সিলিন্ডার, হুইল চেয়ার, খাদ্যদ্রব্য ও মাস্কসহ কোভিড-১৯ প্রতিরোধে বিভিন্ন ধরনের সুরক্ষা সামগ্রী প্রদান করেন।।বুধবার (৪ আগস্ট) বেলা আড়াইটায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩টি অক্সিজেন সিলিন্ডার ১শ’ লিটার দুধ, কয়েকশো মাস্ক ও ফলমূল প্রদান শেষে শমসেরনগরে ডানকান চা কোম্পানীর মালিকানাধীন ক্যামেলিয়া হাসপাতালে ১শ’ লিটার দুধ,ফলমূল ও মাস্ক বিতরণ করা হয়। উভয় স্থানে সুরক্ষা সামগ্রী ও খাদ্যদ্রব্য বিতরণ অনুষ্ঠানে জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও সরকারি অনুমিত হিসাব সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব উপাধ্যক্ষ ড.আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুল আলম ভূইঁয়া,কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আসলম ইকবাল মিলন,সাবেক সভাপতি এম,মোসাদ্দেক আহমেদ মানিক,কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, নারী ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল,আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা,ইসলামপুর ইউপি চেয়ারম্যান আব্দূল হান্নান,আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন,শমসেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুন নাহার পারভীন, প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার প্রমূখ।
সংবাদ শিরোনাম ::
অক্সিজেন সিলিন্ডার, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও খাদ্য দ্রব্য বিতরণ কমলগঞ্জে
- টাইম নিউজ বিডি ডেস্ক :
- আপডেট সময় ০৮:২৪:৪২ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১
- ৭৯১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ