ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়। ম্যানচেস্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের সৌজন্যে সাক্ষাৎ যুক্তরাজ্যের নর্থ-বাংলা প্রেসক্লাবের সভাপতি ফখরুল হোসাইনের সাথে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের মতবিনিময় নর্থ বাংলা প্রেসক্লাব নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের আত্মপ্রকাশ, সভাপতি ফখরুল হোসাইন সম্পাদক নুরুল আমিন ৪০ কেজি ওজনের হলি রামাদ্বান ফ্যামেলি ফুড প্যাক বিতরণ করল আননিয়ামাহ উইমেন্স এডুকেশন ট্রাস্ট ইউ কে যুক্তরাজ্যের উইলশ্যায়ার কাউন্টির ডেপুটি লেফট্যানান্ট হলেন বিশ্বনাথের মাকরাম আলী আফরুজ যুক্তরাজ্যের উইলশ্যায়ার কাউন্টির ডেপুটি লেফট্যানান্ট হলেন বিশ্বনাথের মাকরাম আলী আফরুজ

মৎস কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি! ছাত্রলীগ নেতা সহ আটক ৫

লক্ষ্মীপুর থেকে অ আ আবীর আকাশঃ লক্ষ্মীপুরে মৎস্য কর্মকর্তা পরিচয় দিয়ে ইলিশ বোঝাই গাড়ি থেকে মাছ লুট ও চাঁদাবাজির সময় জেলা ছাত্রলীগের সাবেক এক নেতাসহ ৫জনকে আটক করেছেন লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশ। সোমবার​ রাত ১১টায় সদর উপজেলার উত্তর তেমুহনী এলাকায় এঘটনা ঘটে। আটককৃতরা হলেন জেলা ছাত্রলীগের সাবেক উপ দপ্তর সম্পাদক সেবাব নেওয়াজ (২৩), জেলা মৎস্য অফিসের অফিস সহায়ক নকিবুল হাছান নকিব (২৫), বৈশাখী টেলিভিশনের লক্ষ্মীপুর ক্যামেরাম্যান আনোয়ার​
হোসেন রতন (৩১), নিউ মার্কেটের নৈশ প্রহরী বাবুল চন্দ্র দাস (৪৫) ও মো: শাকিল সুফি (২৫)।
মঙ্গলবার বিকালে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছেন পুলিশ।
ক্ষতিগ্রস্ত ববসায়ী খোকন জানায় যায়, কমলনগর মতিরহাট ও রামগতি ঘাট​
থেকে ইলিশ বোঝাই ২টি পিকআপ ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে লক্ষ্মীপুরের​
পিয়ারাপুর এলাকায় আসলে ৭/৮জনের একটি সংঘবদ্ধদল নিজেদেরকে মৎস​
কর্মকর্তা ও সাংবাদিক পরিচয় দিয়ে ১টি পিকআপের গতিরোধ করেন। ড্রাইভার ও সহকারীকে জিম্মি করে লক্ষ্মীপুর পৌর শহরের ইটেরপুলের পশ্চিমে বকুলতলা বেড়িবাঁধের উপরে নিয়ে যায় এবং বিভিন্ন হুমকি ধমকি দিযে তাদের থেকে মোটা অংকের চাঁদা দাবী করে। এক পর্যায়ে বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা​
চাঁদা আদায় করে নেয় উক্ত সংঘবদ্ধ চাঁদাবাজ দলটি। অপরদিকে ২য় গাড়িটি উত্তর তেমুহনী এলাকায়​
পৌঁছালে চাঁদার দাবিতে সেটিও জিম্মি করে চাঁদাবাজারা।
এ অভিযানে নেতৃত্বদানদানকারী পুলিশ কর্মকর্তা এসআই মহসিন​
জানান, মৎস্য কর্মকর্তা পরিচয় দিয়ে ইলিশ বোঝাই গাড়ি জিম্মি করে মারধোর ও চাঁদা আদায়ের খবর পেয়ে পুলিশ ঘনাস্থল থেকে ৩জন ও অভিযান চালিয়ে আরো ২চাঁদাবাজকে গ্রেফতার করেন। তাদের বিরুদ্ধে মঙ্গলবার লক্ষ্মীপুর সদর থানায় দন্ডবিধি ১৪৩, ৩৪১,৩২৩, ১৭০, ৩৮৫, ৩৮৬, ৩৭৯ ও ৫০৬ ধারয় মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নং জিআর-৪০৯/২০২১। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা বেলাল উদ্দিন বলেন, ইলিশ বোঝাই গাড়ি আটকের বিষয়ে আমার জানা নেই, এ আটকের বিষয়ে আমার কোন নির্দেশনাও ছিলনা। নকিব জেলা মৎস্য অফিসের অফিস সহায়ক স্বীকার করে তিনি বলেন সে রাজস্ব খাতের নিয়োগকৃত জনবল নয়, একটি সিকিউরিটি কোম্পানীর মাধ্যমে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
ট্যাগস

সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।

মৎস কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি! ছাত্রলীগ নেতা সহ আটক ৫

আপডেট সময় ০৮:১৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১
লক্ষ্মীপুর থেকে অ আ আবীর আকাশঃ লক্ষ্মীপুরে মৎস্য কর্মকর্তা পরিচয় দিয়ে ইলিশ বোঝাই গাড়ি থেকে মাছ লুট ও চাঁদাবাজির সময় জেলা ছাত্রলীগের সাবেক এক নেতাসহ ৫জনকে আটক করেছেন লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশ। সোমবার​ রাত ১১টায় সদর উপজেলার উত্তর তেমুহনী এলাকায় এঘটনা ঘটে। আটককৃতরা হলেন জেলা ছাত্রলীগের সাবেক উপ দপ্তর সম্পাদক সেবাব নেওয়াজ (২৩), জেলা মৎস্য অফিসের অফিস সহায়ক নকিবুল হাছান নকিব (২৫), বৈশাখী টেলিভিশনের লক্ষ্মীপুর ক্যামেরাম্যান আনোয়ার​
হোসেন রতন (৩১), নিউ মার্কেটের নৈশ প্রহরী বাবুল চন্দ্র দাস (৪৫) ও মো: শাকিল সুফি (২৫)।
মঙ্গলবার বিকালে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছেন পুলিশ।
ক্ষতিগ্রস্ত ববসায়ী খোকন জানায় যায়, কমলনগর মতিরহাট ও রামগতি ঘাট​
থেকে ইলিশ বোঝাই ২টি পিকআপ ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে লক্ষ্মীপুরের​
পিয়ারাপুর এলাকায় আসলে ৭/৮জনের একটি সংঘবদ্ধদল নিজেদেরকে মৎস​
কর্মকর্তা ও সাংবাদিক পরিচয় দিয়ে ১টি পিকআপের গতিরোধ করেন। ড্রাইভার ও সহকারীকে জিম্মি করে লক্ষ্মীপুর পৌর শহরের ইটেরপুলের পশ্চিমে বকুলতলা বেড়িবাঁধের উপরে নিয়ে যায় এবং বিভিন্ন হুমকি ধমকি দিযে তাদের থেকে মোটা অংকের চাঁদা দাবী করে। এক পর্যায়ে বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা​
চাঁদা আদায় করে নেয় উক্ত সংঘবদ্ধ চাঁদাবাজ দলটি। অপরদিকে ২য় গাড়িটি উত্তর তেমুহনী এলাকায়​
পৌঁছালে চাঁদার দাবিতে সেটিও জিম্মি করে চাঁদাবাজারা।
এ অভিযানে নেতৃত্বদানদানকারী পুলিশ কর্মকর্তা এসআই মহসিন​
জানান, মৎস্য কর্মকর্তা পরিচয় দিয়ে ইলিশ বোঝাই গাড়ি জিম্মি করে মারধোর ও চাঁদা আদায়ের খবর পেয়ে পুলিশ ঘনাস্থল থেকে ৩জন ও অভিযান চালিয়ে আরো ২চাঁদাবাজকে গ্রেফতার করেন। তাদের বিরুদ্ধে মঙ্গলবার লক্ষ্মীপুর সদর থানায় দন্ডবিধি ১৪৩, ৩৪১,৩২৩, ১৭০, ৩৮৫, ৩৮৬, ৩৭৯ ও ৫০৬ ধারয় মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নং জিআর-৪০৯/২০২১। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা বেলাল উদ্দিন বলেন, ইলিশ বোঝাই গাড়ি আটকের বিষয়ে আমার জানা নেই, এ আটকের বিষয়ে আমার কোন নির্দেশনাও ছিলনা। নকিব জেলা মৎস্য অফিসের অফিস সহায়ক স্বীকার করে তিনি বলেন সে রাজস্ব খাতের নিয়োগকৃত জনবল নয়, একটি সিকিউরিটি কোম্পানীর মাধ্যমে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।