মোঃ রফিকুল ইসলাম ( কিশোরগঞ্জ থেকে) পাকুন্দিয়ার সাবেক সাংসদ এডভোকেট সোহরাব উদ্দিনকে আওয়ামী লীগের আহবায়ক ঘোষনা করার প্রতিবাধে দফায় দফায় চলছে বিক্ষোভ ও মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সমাবেশ।
গত ২২ জুলাই আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির সভায় মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত এডভোকেট সোহরাব উদ্দিনকে আহবায়ক ঘোষনা করার পর থেকেই তৃণমুল নেতাকর্মীদের ব্যানারে বিভিন্ন নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ করে যাচ্ছে। ২৬ জুলাই দুপুরে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন মুক্তিযোদ্ধারা।
উক্ত প্রতিবাদ সমাবেশে পাকুন্দিয়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার মেজবাহ উদ্দিন সভাপতিত্ব করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাষ্টার আলী,জুবেদ আলী,তাহের মাষ্টার, আব্দুর রহমান,গেনু মাষ্টার,পাকুন্দিয়া আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহবায়ক মোতায়েম হোসেন স্বপন, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ হুমায়ুন,জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ,উপজেলা কৃষক লীগের সভাপতি বাবুল আহমেদ।
উল্লেখ যে মানবতা বিরোধি মামলায় অভিযুক্ত আসামী এডভোকেট সোহরাব উদ্দিনকে আহবায়ক করে পাকুন্দিয়া উপজেলায় একক নামে কমিটি ঘোষণা করায় মুক্তিযোদ্ধাদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।