গাজী তাহের লিটন, জেলা সংবাদদাতা দ্বীপজেলা ভোলায় স্বাস্থ্যবিধি অমান্য করায় ৫২ জনকে ২৮ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে ইলিশা ফেরিঘাটে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ফেরি, ট্রলার ও স্পীডবোটে যাত্রী পারাপার চলছেই।
শনিবার (২৪ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার ৪ উপজেলায় কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন এ জরিমানা করা হয়েছে।
এরমধ্যে ভোলা সদরে ২৬ জনকে ১৩ হাজার ৩০০ টাকা, দৌলতখানে ১৩ জনকে ৮ হাজার ৮০০, লালমোহনে ৬ জনকে ২ হাজার ৩০০ টাকা এবং চরফ্যাশনে ১৫ জনকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
ভোলা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান বলেন, চার উপজেলায় ৬টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৫৮ মামলায় ৬২ জনের জরিমানা করা হয়।
তিনি আরো জানান, ১ জুলাই থেকে এ পর্যন্ত জেলায় ২৩৮টি মোবাইল কোর্টে এক হাজার ৭৯২ জনকে জরিমানা এবং ৩৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।এ সময় জরিমানা করা হয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ২০০ টাকা।
জেলা প্রশাসন জানায়, ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত রয়েছে।