ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউনাইটেড রোটস এর আয়োজনে মহান বিজয় দিবস পালিত সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়। ম্যানচেস্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের সৌজন্যে সাক্ষাৎ যুক্তরাজ্যের নর্থ-বাংলা প্রেসক্লাবের সভাপতি ফখরুল হোসাইনের সাথে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের মতবিনিময় নর্থ বাংলা প্রেসক্লাব নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের আত্মপ্রকাশ, সভাপতি ফখরুল হোসাইন সম্পাদক নুরুল আমিন ৪০ কেজি ওজনের হলি রামাদ্বান ফ্যামেলি ফুড প্যাক বিতরণ করল আননিয়ামাহ উইমেন্স এডুকেশন ট্রাস্ট ইউ কে যুক্তরাজ্যের উইলশ্যায়ার কাউন্টির ডেপুটি লেফট্যানান্ট হলেন বিশ্বনাথের মাকরাম আলী আফরুজ

বিশ্বনাথের জামেয়া ইসলামিয়া হাজী আঃ ছাত্তার মহিলা মাদ্রাসায় ৫টি গরু ও ১৩টি খাশি কোরবানি

বিশ্বনাথ থেকে রেজাউল হক রাজুঃ ২২ জুলাই ২০২১, রোজ বৃহস্পতিবার আন্ নি’য়ামাহ উইমেন্স এডুকেশন ট্রাস্ট ইউ,কে’র উদ্যোগে ও বাংলাদেশ শাখার সহযোগিতায় যোহরের নামাজের পর বিশ্বনাথ উপজেলার আদর্শ গ্রাম শিমুলতলায় জামেয়া ইসলামিয়া হাজী আব্দুছ ছাত্তার মহিলা মাদরাসায় শিমুল তলা গ্রামের প্রবীণ মুরব্বি জামেয়ার মজলিসে শূরার সন্মানীত ছদর হাজী আব্দুল হকের সভাপতিত্বে ও জামেয়ার

শিক্ষা সচিব হা.মাও.রেজাউল হক রাজু ও ধারাভাষ্যকার এ.কে.এম তুহেম এর যৌথ পরিচালনায় মাদ্রাসার হল রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাদ্রাসা বাড়ির হাফিজ রায়হান আহমদ।
উক্ত অনুষ্ঠানে বৃটেনের বিভিন্ন বাংলাদেশী মুসলিম ভাই-বোনদের অফ করা পশু (কুরবানী) শিমুল তলা মহিলা মাদ্রাসার ছাত্রীদের ও জুলেখা মাদারিসুল উম্মাহাত এর বয়ষ্কা মহিলাদের মাঝে বিলিয়ে দেওয়ার লক্ষে এবারে ৫ টি গরু ও ১৩ টি খাশি মাদরাসার প্রাঙ্গণে কুরবানী করা হয়।পরে বয়স্কা মাদ্রাসার ছাত্রী,শিক্ষক-শিক্ষিকা এর মাঝে ২৮০ টি পরিবারকে গরুর গোশত এবং মহিলা মাদ্রাসার ১৪০ জন ছাত্রীর মাঝে খাশির গোশত বিতরণ করা হয়। মোট ৪২০ টি পরিবারকে গরু ও খাশির গোশত বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত মেহমান বৃন্দ বলেন আন্ নি’য়ামাহ ট্রাস্টের এই কুরবানি প্রজেক্ট,এর পূর্বে এভাবে আরো (৯) নয় বার আল্লাহর রাহে উক্ত স্থানে প্রদান করা হয়েছিল।
এমন প্রজেক্ট একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ যা নিঃসন্দেহে প্রকৃত ইলমে অহি আহরনকারীরা ভোগ করে থাকে। এরকম ব্যতিক্রমশীল উদ্যোগ যারা নিয়েছেন, আর যারা সহযোগীতা করেছেন তাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন।
এমন মহৎ উদ্যোগ প্রশংসার দাবী রাখে,আমরা আশা রাখি চিরকাল যেন এমন মহৎ উদ্যোগ প্রতিষ্টিত থাকে এমনটাই আমাদের আশা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খ হযরত মাওলানা কামরুল ইসলাম ছমির (দা.বা.),পরিচালক জামেয়া কওমিয়া মাদানিয়া মহিলা মাদ্রাসা বিশ্বনাথ ও পৃষ্ঠপোষক অত্র জামেয়া।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা ফয়জুর রহমান (দা.বা.),নায়েবে মোহতামিম জামেয়া মোহাম্মাদিয়া আরাবিয়া বিশ্বনাথ সিলেট ও পৃষ্ঠপোষক অত্র জামেয়া।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাও. হা.নূর উদ্দিন দা:বা:, নির্বাহী মুহতামিম জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিছিয়া আমকোনা ও অত্র জামেয়ার পৃষ্ঠপোষক পর্ষদের সম্মানিত সদস্য।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাও.ক্বারী খলিলুর রহমান। শিক্ষা সচিব জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিছিয়া আমকোনা মাদ্রাসা।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এবং উয়েল উইশার অত্র মাদ্রাসার জনাব তৈয়ব আলী মেম্বার। আরও উপস্থিত ছিলেন বিশ্বনাথ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ,আন্ নি’য়ামাহ ট্রাষ্টের উপদেষ্টা মন্ডলীর সম্মানিত দুই সদস্য ও জামেয়ার নায়েবে ছদর জনাব আব্দুল মানিক ও আনোয়ার হোসেন এবং সদস্য ইমরান হোসেন, উপস্থিত ছিলেন প্রবাসী জনাব আনোয়ার মিয়া ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাওলানা সালিম আহমদ সাহেব,নায়েবে মুহতামিম অত্র জামেয়া।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ট্রাস্ট এর বাংলাদেশ শাখার সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ী জনাব আকবর হোসেন কিসমত, ট্রেজারার, হাজী আব্দুর রহমান উপস্থিত ছিলেন বৃহত্তর শিমুল তলা গ্রামের ঐক্যের প্রতিক শিমুল তলা জামে মসজিদ প্রতিষ্ঠাতা তালুকদার মুন্সী রহমত উল্লার বংশধর, মসজিদের সন্মানীত ট্রেজারার জনাব আব্দুল খালিক এবং জনাব নজরুল ইসলাম দুলাল বিশ্বনাথ পৌরসভার সহায়ক কমিটির সন্মানীত সদস্য।
এছাড়াও শিমুল তলা গ্রামের মুরব্বিয়ানের মধ্যে সর্বজনাব আলতাই আলী, সানুর আলী, রফিক মিয়া প্রমুখ এবং মাদ্রাসা বাড়ির সর্ব
জনাব সাইদুর রহমান সালাত, কামাল হোসেন, মুহিবুর রহমান ।

আরও উপস্থিত ছিলেন এলাকায় পিছিয়ে পড়া প্রায় নিরক্ষর গ্রামের শিক্ষা সংস্কৃতি ও আর্থ-সামাজিক উন্নয়ন এর লক্ষ্যে বি-এস সি স্যার এর ৭০ দশকে গঠিত এলাকায় সাড়া জাগানো ” সোনালী যুব সংঘ” এর অনুকরণে গঠিত বর্তমান যুব সংগঠনের জানবাজ সমাজসেবিদের মধ্যে জনাব আবু সুফিয়ান, কামরান হুসাইন,আরশ আলী,ইসাক আলী, কাওছার আহমদ, ফাহিম আহমদ রিপন প্রমুখ।

আন্-নি’য়ামাহ উইমেন্স এডুকেশন ট্রাস্ট ইউ,কে ও জামেয়া ইসলামিয়া হাজী আঃছাত্তার মহিলা মাদ্রাসার ফাউন্ডার ও প্রধান খাদেম বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ-সেবক জনাব এম আবুল হাশেম বি.এস.সি.স্যার প্রবাস থেকে ট্রাস্টের সকল সম্মানিত খাদিম,পেট্রন,কো-অডিনেটারস,
শুভানুধ্যায়ী ও দান কারীদের পক্ষে দোয়া চেয়েছেন। বিশেষভাবে দোয়া চেয়েছেন ঐ সব মহান আল্লাহ্ প্রেমিকদের জন্য যারা মহান আল্লাহ্ তা’য়ালার নৈকট্য লাভের প্রত্যাশায় ও এলাকাবাসীকে দ্বীনদার”মা”তৈরীতে অনুপ্রাণিত করতে তাঁদের কুরবানী দিয়ে শরিক হয়ে ত্যাগের মহিমায় হয়েছেন ভাস্বর।
তিনি বলেছেন দয়ার সাগর মেহেরবান আল্লাহ্ যেন আমাদের ১০ম বার্ষিক কুরবানী প্রজেক্ট ২০২১ কে সকলের পক্ষ থেকে কবুল করেন এবং এ সব কে বিনিময় বানিয়ে সারা বিশ্বকে প্রাণঘাতী করোনার ছোবল সহ যাবতীয় আসমানী জমিনী মুছাহিব থেকে রক্ষা করেন।

সর্বস্তরের এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি অনুরোধ রাখেন সবাই যেন পরিপূর্ণ দ্বীনদারী ,পর্দাপালন ও উত্তম চরিত্র গঠনের মাধ্যমে সন্তানের প্রধান হক্ব দ্বীনদার”মা”তৈরিতে আপন মেয়ে ও বোনকে আজই মাদ্রাসায় দেন এবং বয়স্কা মহিলারা তাদের ভুলে যাওয়া ফরজ ইলম অর্জনের সুবর্ণ সুযোগ গ্রহণ করে নিজে বাঁচেন এবং আপনজদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান।

প্রবীন শিক্ষাবিদ এম.আবুল হাশেম বি.এস.সি স্যার এর নিজ এলাকার গরীব দুঃখি অসহায় মানুষের প্রতি সহানুভূতি ও ভালোবাসা এবং অজপাড়াগাঁয়ের মা-বোন দের কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে যিনি সুদূর প্রবাসে থেকেও কাজ করে যাচ্ছেন তার জন্য এলাকার মানুষ তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন অনেকেই দেখেছি যারা মানবতার কল্যাণে কাজ করেন এবং তারপর ভোট চাইতে দুয়ারে আসেন কিন্তু আমাদের বিএসসি স্যার তাদের থেকে ভিন্ন তিনি প্রকৃত ভাবেই তার মন থেকে নিজ এলাকার জন্য কাজ করে যাচ্ছেন তার সে বাল্য জীবন থেকে বিরামহীন ভাবে । আল্লাহ তাকে যেন আমৃত্যু এই কাজে রেখে তার কার্যক্রম কে কবুল করেন। আমিন।

উল্লেখ্য গ্রামের নিরক্ষরতা দূরীকরণে বি-এসসি স্যার প্রতিষ্ঠিত নতুন কুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ

মাদ্রাসার প্রিন্সিপাল ও প্রধান খাদিম এম আবুল হাশেম বিএসসির একটি বার্তা হুবহু দেয়া হলো।

ANNI’AMAH WOMEN’S EDUCATION TRUST UK

The 10th Annual Qurbani Project
on Thursday 22 July 2021

Beloved all,
Assalamu’alaikum wr wb.
Alhamdulillah by the grace of Allah (swt) with your heartiest cooperation this year we sacrificed 5 COWS and 13 GOATS (khashie) on Thursday 22 July 2021.

420 Qurbani meat packs distributed to students and teachers families of the Jameya Hazi Abdus Sattar Women’s Madrasah & Julekha Madarisul Ummahat(Adult Women’s Madrasah). You know,the Trust is involved in many social and welfare activities, Qurbani is one of the most popular project to the locality.This will In Sha Allah encourage the local community to send their daughters and sisters to the madrasah in the future to achieve our main goal to promote the Pious Mothers which is the first right of a child. Respected brothers and sisters, it’s happening in front of your eyes! So make history and support these amazing projects by donating now!
This is the second Eid al Adha we are celebrating during a global pandemic. It’s has been challenging time, and we are still learning how to move forward and works going back to normal.
May all your Qurbani, prayers and good deeds be accepted and keep you steadfast during this testing time of Covid-19 and may you be showered with His love, mercy and blessings in this world and akhirah.

Wassalam
M Abul Hashem
Cheaf Khadim of the Trust and madrasa
The slave who is in need of Allah’s mercy.

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ইউনাইটেড রোটস এর আয়োজনে মহান বিজয় দিবস পালিত

বিশ্বনাথের জামেয়া ইসলামিয়া হাজী আঃ ছাত্তার মহিলা মাদ্রাসায় ৫টি গরু ও ১৩টি খাশি কোরবানি

আপডেট সময় ০৫:১১:২৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১

বিশ্বনাথ থেকে রেজাউল হক রাজুঃ ২২ জুলাই ২০২১, রোজ বৃহস্পতিবার আন্ নি’য়ামাহ উইমেন্স এডুকেশন ট্রাস্ট ইউ,কে’র উদ্যোগে ও বাংলাদেশ শাখার সহযোগিতায় যোহরের নামাজের পর বিশ্বনাথ উপজেলার আদর্শ গ্রাম শিমুলতলায় জামেয়া ইসলামিয়া হাজী আব্দুছ ছাত্তার মহিলা মাদরাসায় শিমুল তলা গ্রামের প্রবীণ মুরব্বি জামেয়ার মজলিসে শূরার সন্মানীত ছদর হাজী আব্দুল হকের সভাপতিত্বে ও জামেয়ার

শিক্ষা সচিব হা.মাও.রেজাউল হক রাজু ও ধারাভাষ্যকার এ.কে.এম তুহেম এর যৌথ পরিচালনায় মাদ্রাসার হল রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাদ্রাসা বাড়ির হাফিজ রায়হান আহমদ।
উক্ত অনুষ্ঠানে বৃটেনের বিভিন্ন বাংলাদেশী মুসলিম ভাই-বোনদের অফ করা পশু (কুরবানী) শিমুল তলা মহিলা মাদ্রাসার ছাত্রীদের ও জুলেখা মাদারিসুল উম্মাহাত এর বয়ষ্কা মহিলাদের মাঝে বিলিয়ে দেওয়ার লক্ষে এবারে ৫ টি গরু ও ১৩ টি খাশি মাদরাসার প্রাঙ্গণে কুরবানী করা হয়।পরে বয়স্কা মাদ্রাসার ছাত্রী,শিক্ষক-শিক্ষিকা এর মাঝে ২৮০ টি পরিবারকে গরুর গোশত এবং মহিলা মাদ্রাসার ১৪০ জন ছাত্রীর মাঝে খাশির গোশত বিতরণ করা হয়। মোট ৪২০ টি পরিবারকে গরু ও খাশির গোশত বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত মেহমান বৃন্দ বলেন আন্ নি’য়ামাহ ট্রাস্টের এই কুরবানি প্রজেক্ট,এর পূর্বে এভাবে আরো (৯) নয় বার আল্লাহর রাহে উক্ত স্থানে প্রদান করা হয়েছিল।
এমন প্রজেক্ট একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ যা নিঃসন্দেহে প্রকৃত ইলমে অহি আহরনকারীরা ভোগ করে থাকে। এরকম ব্যতিক্রমশীল উদ্যোগ যারা নিয়েছেন, আর যারা সহযোগীতা করেছেন তাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন।
এমন মহৎ উদ্যোগ প্রশংসার দাবী রাখে,আমরা আশা রাখি চিরকাল যেন এমন মহৎ উদ্যোগ প্রতিষ্টিত থাকে এমনটাই আমাদের আশা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খ হযরত মাওলানা কামরুল ইসলাম ছমির (দা.বা.),পরিচালক জামেয়া কওমিয়া মাদানিয়া মহিলা মাদ্রাসা বিশ্বনাথ ও পৃষ্ঠপোষক অত্র জামেয়া।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা ফয়জুর রহমান (দা.বা.),নায়েবে মোহতামিম জামেয়া মোহাম্মাদিয়া আরাবিয়া বিশ্বনাথ সিলেট ও পৃষ্ঠপোষক অত্র জামেয়া।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাও. হা.নূর উদ্দিন দা:বা:, নির্বাহী মুহতামিম জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিছিয়া আমকোনা ও অত্র জামেয়ার পৃষ্ঠপোষক পর্ষদের সম্মানিত সদস্য।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাও.ক্বারী খলিলুর রহমান। শিক্ষা সচিব জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিছিয়া আমকোনা মাদ্রাসা।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এবং উয়েল উইশার অত্র মাদ্রাসার জনাব তৈয়ব আলী মেম্বার। আরও উপস্থিত ছিলেন বিশ্বনাথ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ,আন্ নি’য়ামাহ ট্রাষ্টের উপদেষ্টা মন্ডলীর সম্মানিত দুই সদস্য ও জামেয়ার নায়েবে ছদর জনাব আব্দুল মানিক ও আনোয়ার হোসেন এবং সদস্য ইমরান হোসেন, উপস্থিত ছিলেন প্রবাসী জনাব আনোয়ার মিয়া ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাওলানা সালিম আহমদ সাহেব,নায়েবে মুহতামিম অত্র জামেয়া।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ট্রাস্ট এর বাংলাদেশ শাখার সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ী জনাব আকবর হোসেন কিসমত, ট্রেজারার, হাজী আব্দুর রহমান উপস্থিত ছিলেন বৃহত্তর শিমুল তলা গ্রামের ঐক্যের প্রতিক শিমুল তলা জামে মসজিদ প্রতিষ্ঠাতা তালুকদার মুন্সী রহমত উল্লার বংশধর, মসজিদের সন্মানীত ট্রেজারার জনাব আব্দুল খালিক এবং জনাব নজরুল ইসলাম দুলাল বিশ্বনাথ পৌরসভার সহায়ক কমিটির সন্মানীত সদস্য।
এছাড়াও শিমুল তলা গ্রামের মুরব্বিয়ানের মধ্যে সর্বজনাব আলতাই আলী, সানুর আলী, রফিক মিয়া প্রমুখ এবং মাদ্রাসা বাড়ির সর্ব
জনাব সাইদুর রহমান সালাত, কামাল হোসেন, মুহিবুর রহমান ।

আরও উপস্থিত ছিলেন এলাকায় পিছিয়ে পড়া প্রায় নিরক্ষর গ্রামের শিক্ষা সংস্কৃতি ও আর্থ-সামাজিক উন্নয়ন এর লক্ষ্যে বি-এস সি স্যার এর ৭০ দশকে গঠিত এলাকায় সাড়া জাগানো ” সোনালী যুব সংঘ” এর অনুকরণে গঠিত বর্তমান যুব সংগঠনের জানবাজ সমাজসেবিদের মধ্যে জনাব আবু সুফিয়ান, কামরান হুসাইন,আরশ আলী,ইসাক আলী, কাওছার আহমদ, ফাহিম আহমদ রিপন প্রমুখ।

আন্-নি’য়ামাহ উইমেন্স এডুকেশন ট্রাস্ট ইউ,কে ও জামেয়া ইসলামিয়া হাজী আঃছাত্তার মহিলা মাদ্রাসার ফাউন্ডার ও প্রধান খাদেম বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ-সেবক জনাব এম আবুল হাশেম বি.এস.সি.স্যার প্রবাস থেকে ট্রাস্টের সকল সম্মানিত খাদিম,পেট্রন,কো-অডিনেটারস,
শুভানুধ্যায়ী ও দান কারীদের পক্ষে দোয়া চেয়েছেন। বিশেষভাবে দোয়া চেয়েছেন ঐ সব মহান আল্লাহ্ প্রেমিকদের জন্য যারা মহান আল্লাহ্ তা’য়ালার নৈকট্য লাভের প্রত্যাশায় ও এলাকাবাসীকে দ্বীনদার”মা”তৈরীতে অনুপ্রাণিত করতে তাঁদের কুরবানী দিয়ে শরিক হয়ে ত্যাগের মহিমায় হয়েছেন ভাস্বর।
তিনি বলেছেন দয়ার সাগর মেহেরবান আল্লাহ্ যেন আমাদের ১০ম বার্ষিক কুরবানী প্রজেক্ট ২০২১ কে সকলের পক্ষ থেকে কবুল করেন এবং এ সব কে বিনিময় বানিয়ে সারা বিশ্বকে প্রাণঘাতী করোনার ছোবল সহ যাবতীয় আসমানী জমিনী মুছাহিব থেকে রক্ষা করেন।

সর্বস্তরের এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি অনুরোধ রাখেন সবাই যেন পরিপূর্ণ দ্বীনদারী ,পর্দাপালন ও উত্তম চরিত্র গঠনের মাধ্যমে সন্তানের প্রধান হক্ব দ্বীনদার”মা”তৈরিতে আপন মেয়ে ও বোনকে আজই মাদ্রাসায় দেন এবং বয়স্কা মহিলারা তাদের ভুলে যাওয়া ফরজ ইলম অর্জনের সুবর্ণ সুযোগ গ্রহণ করে নিজে বাঁচেন এবং আপনজদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান।

প্রবীন শিক্ষাবিদ এম.আবুল হাশেম বি.এস.সি স্যার এর নিজ এলাকার গরীব দুঃখি অসহায় মানুষের প্রতি সহানুভূতি ও ভালোবাসা এবং অজপাড়াগাঁয়ের মা-বোন দের কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে যিনি সুদূর প্রবাসে থেকেও কাজ করে যাচ্ছেন তার জন্য এলাকার মানুষ তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন অনেকেই দেখেছি যারা মানবতার কল্যাণে কাজ করেন এবং তারপর ভোট চাইতে দুয়ারে আসেন কিন্তু আমাদের বিএসসি স্যার তাদের থেকে ভিন্ন তিনি প্রকৃত ভাবেই তার মন থেকে নিজ এলাকার জন্য কাজ করে যাচ্ছেন তার সে বাল্য জীবন থেকে বিরামহীন ভাবে । আল্লাহ তাকে যেন আমৃত্যু এই কাজে রেখে তার কার্যক্রম কে কবুল করেন। আমিন।

উল্লেখ্য গ্রামের নিরক্ষরতা দূরীকরণে বি-এসসি স্যার প্রতিষ্ঠিত নতুন কুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ

মাদ্রাসার প্রিন্সিপাল ও প্রধান খাদিম এম আবুল হাশেম বিএসসির একটি বার্তা হুবহু দেয়া হলো।

ANNI’AMAH WOMEN’S EDUCATION TRUST UK

The 10th Annual Qurbani Project
on Thursday 22 July 2021

Beloved all,
Assalamu’alaikum wr wb.
Alhamdulillah by the grace of Allah (swt) with your heartiest cooperation this year we sacrificed 5 COWS and 13 GOATS (khashie) on Thursday 22 July 2021.

420 Qurbani meat packs distributed to students and teachers families of the Jameya Hazi Abdus Sattar Women’s Madrasah & Julekha Madarisul Ummahat(Adult Women’s Madrasah). You know,the Trust is involved in many social and welfare activities, Qurbani is one of the most popular project to the locality.This will In Sha Allah encourage the local community to send their daughters and sisters to the madrasah in the future to achieve our main goal to promote the Pious Mothers which is the first right of a child. Respected brothers and sisters, it’s happening in front of your eyes! So make history and support these amazing projects by donating now!
This is the second Eid al Adha we are celebrating during a global pandemic. It’s has been challenging time, and we are still learning how to move forward and works going back to normal.
May all your Qurbani, prayers and good deeds be accepted and keep you steadfast during this testing time of Covid-19 and may you be showered with His love, mercy and blessings in this world and akhirah.

Wassalam
M Abul Hashem
Cheaf Khadim of the Trust and madrasa
The slave who is in need of Allah’s mercy.