মোঃ রনি মিয়া জগন্নাথপুর সংবাদদাতাঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বৃহত্তর সামাজিক সংগঠন স্টুডেন্টস কেয়ার।
জগন্নাথপুর উপজেলা ভিত্তিক ৫০ টি মসজিদে বৃক্ষরোপন কর্মসূচি সবুজ সাথী(২) প্রজেক্ট টানা পনেরোদিন পরিশ্রমের পর সফলভাবে সম্পন্ন হয়েছে।
মসজিদগুলো হলোঃ ইছগাও পূর্বপাড়া জামে মসজিদ,
ইছগাও পশ্চিম পাড়া জামে মসজিদ,
নারিকেল তলা জামে মসজিদ,
ঘোষগাও কোনাপাড়া মসজিদ,
মোল্লা বাড়ী জামে মসজিদ,
ঘোষগাও জামে মসজিদ,
টিয়ারগাও নতুন জামে মসজিদ,
টিয়ারগাও পুরাতন জামে মসজিদ,
রসুলপুর কেন্দ্রীয় মসজিদ,
হলদিপুর জামে মসজিদ,
স্বজনশ্রী পুরাতন জামে মসজিদ,
স্বজনশ্রী নতুন জামে মসজিদ,
স্বজনশ্রী পশ্চিম পাড়া জামে মসজিদ,
কবিরপুর জামে মসজিদ,
খান বাড়ী জামে মসজিদ,
উত্তর রসুলপুর জামে মসজিদ,
মজিদপুর কেন্দ্রীয় মসজিদ,
হাজী শফিকুল ইসলাম ভূইয়া জামে মসজিদ,
জগন্নাথপুর পুরাতন জামে মসজিদ,
জগন্নাথপুর কেন্দ্রীয় মসজিদ,
কুবা জামে মসজিদ,
হাজী মুক্তার আলী মসজিদ,
বলবল জামে মসজিদ,
পশ্চিম ভবানীপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ,
ইকড়ছই কেন্দ্রীয় মসজিদ,
ছালিমুল্লাহ ভূঁইয়া জামে মসজিদ,
ছিলিমপুর জামে মসজিদ,
চিলাউড়া জামে মসজিদ,
পন্ডিতা জামে মসজিদ,
গোলাপাড়া ও পুঞ্জী পূর্ব পাড়া জামে মসজিদ,
পাঠাহগার জামে মসজিদ,
রব্বানী জামে মসজিদ,
বেলাল রাঃ জামে মসজিদ,
জগন্নাথপুর উপজেলা জামে মসজিদ,
ছিক্কা জামে মসজিদ,
হবিবপুর পশ্চিম পাড়া বায়তুল জান্নাত জামে মসজিদ,
শেরপুর বায়তুল আমান জামে মসজিদ,
চিলাউড়া গাঙপাড় জামে মসজিদ,
চিলাউড়া সমধল জামে মসজিদ,
চিলাউড়া বায়তুল মামুর জামে মসজিদ, শাহজালাল জামে মসজিদ,
বায়তুল জান্নাত জামে মসজিদ,
জান্নাতুল ফেরদৌস কেন্দ্রীয় জামে মসজিদ,
প্রভাকরপুর জামে মসজিদ,
হিজলা পুরাতন জামে মসজিদ,
হিজলা নতুন জামে মসজিদ,
পশ্চিম ভবানিপুর জামে মসজিদ,
আলখানা পাড় জামে মসজিদ
হবিবপুর কেন্দ্রীয় জামে মসজিদ,
হবিবপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ।
উল্লেখ্য যে,সবুজ সাথী(২) প্রজেক্টে পূর্বনির্ধারিত ৫০ টি মসজিদে ৩ টি করে ফলজ বৃক্ষ রোপন করা হয়।
সম্পূর্ণ প্রজেক্টটি স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের দেশ-বিদেশের সদস্যদের নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হয়।