বাংলাদেশ জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট হোসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তার ছেলে এরিক এরশাদ জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান হিসেবে বেগম রওশন এরশাদ এবং বিদিশা ও শাহাদাতকে পার্টির কো-চেয়ারম্যান ঘোষণা করেন।
আজ বুধবার (১৪ জুলাই) বারিধারার প্রেসিডেন্ট পার্কে এই ঘটনার পর পরই দলটির অন্দরমহলে তুমুল আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে।
বিষয়টি নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশের সংবিধান অনুযায়ী যে কেউ রাজনৈতিক দল করতে পারে। তবে একজন ব্যক্তি একসাথে দুটি দল করতে পারেন না। রাজনৈতিক দল কেউ করলেই হবে না।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন থেকে সেই দলের নিবন্ধন নিতে হবে। কে কাকে কী ঘোষণা দিয়েছে তা জানি না। যে কেউ যেকোনো ঘোষণা দিতে পারে।
সংবাদ শিরোনাম ::
জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষণা নিয়ে জি এম কাদেরের বক্তব্য
- টাইম নিউজ বিডি ডেস্ক :
- আপডেট সময় ১২:৫৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
- ৭১২ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ