ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউনাইটেড রোটস এর আয়োজনে মহান বিজয় দিবস পালিত সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়। ম্যানচেস্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের সৌজন্যে সাক্ষাৎ যুক্তরাজ্যের নর্থ-বাংলা প্রেসক্লাবের সভাপতি ফখরুল হোসাইনের সাথে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের মতবিনিময় নর্থ বাংলা প্রেসক্লাব নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের আত্মপ্রকাশ, সভাপতি ফখরুল হোসাইন সম্পাদক নুরুল আমিন ৪০ কেজি ওজনের হলি রামাদ্বান ফ্যামেলি ফুড প্যাক বিতরণ করল আননিয়ামাহ উইমেন্স এডুকেশন ট্রাস্ট ইউ কে যুক্তরাজ্যের উইলশ্যায়ার কাউন্টির ডেপুটি লেফট্যানান্ট হলেন বিশ্বনাথের মাকরাম আলী আফরুজ

মেঘনা নদীতে জেলেদের ট্রলারে ডাকাতি

গাজী তাহের লিটন:​ উপকূলীয় জেলা ভোলার তজুমদ্দিনের মেঘনায় মাছ ধরার ট্রলারে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার (১২ জুলাই) ভোর রাতে মেঘনার সোনার চর ও চর মোজাম্মেল এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
এ সময় দস্যুরা অস্ত্রের মুখে মাকসুদ (৩৫) শফি মাঝি (৪০), নকিব (৪৫), হারুন (৪০) ও রুবেলকে (৩৫) অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে মুক্তিপণ দিয়ে অপহৃত জেলেদের উদ্ধার করা হয়েছে।​ ​
অপহৃত জেলেদের সূত্রে জানা গেছে, মেঘনা নদীর সোনার চর ও চর মোজাম্মেল এলাকায় তজুমদ্দিনের শশীগঞ্জ ঘাটের শরীফ মাঝি, শফি মাঝি, মাকসুদ, নুর ইসলাম, নকিব, মহিউদ্দিন, কলাতলী ঘাটের হারুন ও রুবেল মাঝিসহ আটজন জেলে ট্রলার নিয়ে মাছ শিকার করছিলো।এ সময় একদল দস্যু ট্রলারে হামলা চালিয়ে মাছ, জাল, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে। এসময় ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে পাঁচ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃতদের ছাড়িয়ে নিতে মোবাইল নম্বর দিয়ে যায়। পরে ঘাটের আড়ৎদার ও স্বজনরা মিলে প্রশাসনকে না জানিয়ে বিকাশের মাধ্যমে মুক্তিপণের এক লাখ টাকা পরিশোধ করে। পরে ডাকাতরা মির্জাকালুর হাকিমুদ্দিন এলাকায় সোমবার ভোর ৫টার দিকে চোখ বাঁধা অবস্থায় অপহৃতদের ছেড়ে দেয়।​ ​
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক জানান, রাতে মেঘনায় ডাকাতি ও জেলে অপহরণের সংবাদ পেয়েছি। এখন পর্যন্ত কেউ আমাদের অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।​ ​
তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মো. সুলতান এ তথ্য নিশ্চিত করে বলেন, মেঘনায় আমাদের নিয়মিত টহল অভিযান আছে।
এদিকে জেলেদের মাঝে ডাকাত আতংক বিরাজ করছে বলে জানাযায়।​
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ইউনাইটেড রোটস এর আয়োজনে মহান বিজয় দিবস পালিত

মেঘনা নদীতে জেলেদের ট্রলারে ডাকাতি

আপডেট সময় ০৩:১৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
গাজী তাহের লিটন:​ উপকূলীয় জেলা ভোলার তজুমদ্দিনের মেঘনায় মাছ ধরার ট্রলারে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার (১২ জুলাই) ভোর রাতে মেঘনার সোনার চর ও চর মোজাম্মেল এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
এ সময় দস্যুরা অস্ত্রের মুখে মাকসুদ (৩৫) শফি মাঝি (৪০), নকিব (৪৫), হারুন (৪০) ও রুবেলকে (৩৫) অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে মুক্তিপণ দিয়ে অপহৃত জেলেদের উদ্ধার করা হয়েছে।​ ​
অপহৃত জেলেদের সূত্রে জানা গেছে, মেঘনা নদীর সোনার চর ও চর মোজাম্মেল এলাকায় তজুমদ্দিনের শশীগঞ্জ ঘাটের শরীফ মাঝি, শফি মাঝি, মাকসুদ, নুর ইসলাম, নকিব, মহিউদ্দিন, কলাতলী ঘাটের হারুন ও রুবেল মাঝিসহ আটজন জেলে ট্রলার নিয়ে মাছ শিকার করছিলো।এ সময় একদল দস্যু ট্রলারে হামলা চালিয়ে মাছ, জাল, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে। এসময় ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে পাঁচ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃতদের ছাড়িয়ে নিতে মোবাইল নম্বর দিয়ে যায়। পরে ঘাটের আড়ৎদার ও স্বজনরা মিলে প্রশাসনকে না জানিয়ে বিকাশের মাধ্যমে মুক্তিপণের এক লাখ টাকা পরিশোধ করে। পরে ডাকাতরা মির্জাকালুর হাকিমুদ্দিন এলাকায় সোমবার ভোর ৫টার দিকে চোখ বাঁধা অবস্থায় অপহৃতদের ছেড়ে দেয়।​ ​
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক জানান, রাতে মেঘনায় ডাকাতি ও জেলে অপহরণের সংবাদ পেয়েছি। এখন পর্যন্ত কেউ আমাদের অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।​ ​
তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মো. সুলতান এ তথ্য নিশ্চিত করে বলেন, মেঘনায় আমাদের নিয়মিত টহল অভিযান আছে।
এদিকে জেলেদের মাঝে ডাকাত আতংক বিরাজ করছে বলে জানাযায়।​