ইউরো কাপের ফাইনালে রবিবার ১১ই জুলাই ইতালির মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। ফাইনালে যায়গা করে নেয়ায় গোটা দেশজুড়ে শুরু হয়েছে হৈচৈ। ফাইনালের আগেই উৎসবে মেতে উঠেছে ইংল্যান্ডবাসী। উচ্ছ্বাস আর আনন্দ কে আরও স্বরণীয় করে রাখতে প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে আবেদন পড়তে শুরু করেছে। ফুটবলের উন্মাদনায় বিভোর সমর্থকদের দাবি, ইংল্যান্ড ইউরো কাপের ফাইনালে ট্রফি জিতলে সোমবার ব্যাংক হলিডের ঘোষণা দিতে হবে।
আর শুধু দাবি জানিয়েই বসে নেই ফুটবল প্রেমী ভক্তরা, সোমবার ব্যাংক বন্ধ রাখার পক্ষে শুরু হয়ে গিয়েছে সই সংগ্রহের কাজ। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে প্রায় তিন লক্ষ সমর্থক সই করে নিজেদের দাবীকে শক্তিশালী করে তুলেছেন তারা। আর এই সাক্ষর কারিদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। প্রধানমন্ত্রী নিজেও একজন ফুটবল অনুরাগী আর তাই এই উন্মাদনায় যোগ দিতে প্রধানমন্ত্রীও ছুটির সম্ভাবনাকে পুরোপুরি উড়িয়ে দেননি তিনি।
গত ম্যাচে ইংল্যান্ড নেদারল্যান্ডের সাথে সেমিফাইনালে জয় পাবার পরই ভোররাত পর্যন্ত উৎসব করেছিলেন ইংরেজ সমর্থকরা। ইংল্যান্ডের প্রতিটি শহরে শহরে ভক্তরা আনন্দ উল্লাস করেছেন।
আগামীকালের ইংল্যান্ড ইতালি ম্যাচের ফাইনাল দেখার অপেক্ষায় পুরো বিশ্বের ফুটবল প্রেমী ভক্তরা।