বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার ৮শ ৫০টি কর্মহীন অসহায় ও দুঃস্থ পরিবারকে সরকারি সহায়তা দেয়া হয়েছে। আজ বুধবার বিভিন্ন সময়ে উপজেলার লামাকাজি, খাজান্সি ও দৌলতপুর ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নগদ অর্থ ও চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাস।
খাজান্সি ইউনিয়নের মাধবপুরে প্রায় ৩শ প্রতিবন্ধী পরিবারকে দেয়া হয় চাল। দুপুর ১২টায় লামাকাজি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ২শ ৭৫টি কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে নগদ ১ হাজার টাকা করে ২ লক্ষ্য ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়।
পরে বেলা ১ টায় দৌলতপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনেও ২শ ৭৫টি কর্মহীন ও অসহায় পরিবারে নগদ ১হাজার টাকা করে আরও ২ লক্ষ্য ৭৫ হাজার টাকা বিতরণ করেন তিনি।
বিতরণকালে উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমীর আলী, লামাকাজি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, খাজান্সি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার প্রমুখ।