ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

রবিউল ইসলামের কবিতা ‘অবিচার’

হে নব্য জাতি,

আজি তন্দ্রাচ্ছন্ন কেন?
চারপাশে অশান্ত পরিবেশ,

নিজ স্বার্থ হাসিল করতে চলছে শত আমেজ।

মানুষ কেন কর্মহীন?বাড়ছে কেন অভাব?

ভিক্ষাবৃত্তি করবে তারা?এ তো নয় তাদের স্বভাব।

কাদের টাকায় বিলাসিতা?কাদের টাকায় গাড়ি?

গরীবের পেটে লাথি মেরে করছ তোমরা বাড়ি।

হে নবীনেরা,
আজি জাগ্রত হও।

হে মুক্তিকামী বীর সৈনিকেরা,
গরীবের অধিকার ফিরিয়ে দাও।

হে সদ্যজাত,
আজি তোমরা বোঝা কেন?

পেটে নাই তাদের ভাত,
বৃদ্ধ বাবার রিকশা বন্ধ,অসহায় তারা যেন।

হে তরুণেরা,
আজি তোমরা অভিশপ্ত কেন?

বন্ধ কেন লেখাপড়া,
মূর্খ জাতিতে আজি তোমরা পরিনত হবে কেন?

হে নবজাতি,
আজি সকল অন্যায়ে সোচ্চার হও।

হে নয়াজাতি,
আজি দেশকে তোমরা মুক্ত কর,নীড়ে শান্তি ফিরিয়ে দাও।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রবিউল ইসলামের কবিতা ‘অবিচার’

আপডেট সময় ০৩:৫৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১

হে নব্য জাতি,

আজি তন্দ্রাচ্ছন্ন কেন?
চারপাশে অশান্ত পরিবেশ,

নিজ স্বার্থ হাসিল করতে চলছে শত আমেজ।

মানুষ কেন কর্মহীন?বাড়ছে কেন অভাব?

ভিক্ষাবৃত্তি করবে তারা?এ তো নয় তাদের স্বভাব।

কাদের টাকায় বিলাসিতা?কাদের টাকায় গাড়ি?

গরীবের পেটে লাথি মেরে করছ তোমরা বাড়ি।

হে নবীনেরা,
আজি জাগ্রত হও।

হে মুক্তিকামী বীর সৈনিকেরা,
গরীবের অধিকার ফিরিয়ে দাও।

হে সদ্যজাত,
আজি তোমরা বোঝা কেন?

পেটে নাই তাদের ভাত,
বৃদ্ধ বাবার রিকশা বন্ধ,অসহায় তারা যেন।

হে তরুণেরা,
আজি তোমরা অভিশপ্ত কেন?

বন্ধ কেন লেখাপড়া,
মূর্খ জাতিতে আজি তোমরা পরিনত হবে কেন?

হে নবজাতি,
আজি সকল অন্যায়ে সোচ্চার হও।

হে নয়াজাতি,
আজি দেশকে তোমরা মুক্ত কর,নীড়ে শান্তি ফিরিয়ে দাও।