ডেস্ক রিপোর্ট- মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় চলমান কঠোর বিধিনিষেধ বা সর্বাত্মক লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর পরামর্শ দিয়েছে করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
কঠোর বিধি নিষেধ জারি করে গত ১ জুলাই থেকে শুরু হয়েছে সাত দিনের সর্বাত্মক লকডাউন। ৭ জুলাই বুধবার মধ্যরাতে তা শেষ হওয়ার কথা।
করোনাসংক্রান্ত কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ জানিয়েছেন, তারা প্রত্যাশা করেন এই বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানো হোক। বিজ্ঞানসম্মতভাবে সেটাই করা উচিত।
এদিকে চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ছে কি না, জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, এখনো হাতে সময় আছে। এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ৬ জুলাই এ বিষয়ে জানা যাবে।