গতকাল সোমবার থেকে কানাডা’র ব্রিটিশ কলম্বিয়ায় ৬৯ জনের আকর্ষিক মৃত্যু হয়েছে, এদের মধ্যে অধিকাংশই বয়স্ক লোক বলে জানিয়েছে সেখানকার পুলিশ। আর এইসব মৃত্যুর জন্য অঞ্চলটিতে বয়ে যাওয়া তাপপ্রবাহ ভূমিকা রেখেছে বলে জানিয়েছে তারা।
বিবিসি জানিয়েছে, গত তিন দিন ধরে কানাডায় সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড হয়েছে। মঙ্গলবার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের লাইটনে দেশটির সর্বোচ্চ তাপমাত্রা ৪৯ দশমিক পাঁচ সেন্টিগ্রেড রেকর্ড করা হয়। এটি দেশটির সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড।
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের পুলিশ জানিয়েছে, সোমবার ও মঙ্গলবার, এই দুই দিনে তারা প্রায় ৭০ জনের মৃত্যুর কথা জানতে পেরেছে। তাদের অনেকেই বয়স্ক নাগরিক। মৃত্যুর কারণ হিসেবে চলমান তীব্র গরমই দায়ী বলে মনে করছেন তারা। এদিকে কানাডার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে মঙ্গলবার। এদিন দেশটির ব্রিটিশ কলাম্বিয়ার লিটনে তাপমাত্রা ছিল ৪৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটা নিয়ে টানা তৃতীয় দিন দেশটিতে তাপমাত্র নতুন রেকর্ড করলো। এর আগে গত রোববার দেশটির ব্রিটিশ কলাম্বিয়ার এক গ্রামের তাপমাত্রা ছিল ৪৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সেদিন দেশটির ইতিহাসে এটিই ছিল সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।
সংবাদ শিরোনাম ::
কানাডায় স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রায় এপর্যন্ত ৭০ জনের প্রাণহানি
- টাইম নিউজ বিডি ডেস্ক :
- আপডেট সময় ০২:৪৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
- ৭১৬ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ