বিশ্বনাথ প্রতিনিধি :: হত্যার উদ্দেশ্যে অপহরণকৃত দিনমজুর রিপন এর উপর ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও অপহরণের মাস্টার মাইন্ড আব্দুল মতিন গংদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবসীর ব্যানারে এক প্রতিবাদ সভা করেছে সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের বৃহত্তর দশপাইকা গ্রামবাসী।
২১ জুন রাত ৯ ঘটিকার সময় দশপাইকা পশ্চিমহাটি গ্রামের হাজি মশরফ খান এর বাড়ীতে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। দশপাইকা পশ্চিমহাটি জামে মসজিদের মোতাওয়াল্লী হাজী মো. আফিজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য মো. ওয়াহাব আলী (মেম্বার), মো. ইসমাইল খান, নাছির আলী, রাশিদ আলী, আব্দুর রশিদ, মো. গিয়াস উদ্দিন, মো. মুক্তার খান, মো. বকুল খান, শফিক আহমদ-পিয়ার।
এ সময় এলাকাবাসী জানায়, দিনমজুর রিপন এর ওপর মিথ্যা মামলা করে আব্দুল মতিন গং। সর্বোপরি মিথ্যা মামলার বিরুদ্ধে একত্মতা ঘোষণা করে এলাকাবাসী। এলাকাবাসীর দাবি দিনমজুর রিপন এলাকার একজন ভালো মানুষ হিসাবে পরিচিত। তার উপর মিথ্যা মামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর পাশাপাশি অভিযুক্তদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। বক্তারা আরো বলেন, দিনমজুর রিপনের মতো আর কেউ যেন মিথ্যা মামলায় হয়রানি না হয় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিচার দাবি করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. মাহমদ আলী, মতছির আলী, ছনুফর আলী, মখদ্দুছ আলী, আশদ আলী, মমছির আলী, সিজুল আহমদ, আব্বাছ খান, সের খান, সুমন খান, সুলতান খান, ছাব্বির আহমদ, আকবর আলী, দিলাফর আলী, জমির আলী, ফয়জুল রহমান, মাসুদ মিয়া, সাইফুল খান, সাবুল, আঃ রউফ, মসশির আলী, আমির আলী, আলকাছ আলী, হেলাল, মারুফ খান, ইয়াকুব আলী, মর্তুজ আলী, ফারুক আহমদ, নয়াছ উদ্দিন, নজির আহমদ, ইরন আলী, আব্দুস ছালাম ও রিপন মিয়াসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।