প্রায় ৮ দিন ধরে নিখোঁজ হওয়া ইসলামিক বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানকে উদ্ধার করা হয়েছে আজ।
এই মামলার তদন্তকারী কর্মকর্তা রংপুর মহানগর কোতোয়ালি থানার (এসআই) মো. মজনু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান আজ প্রায় বেলা তিনটার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকা থেকে ত্ব-হাকে উদ্ধার করা হয়।
যানা যায় শুক্রবার বিকেল প্রায় তিনটার দিকে রংপুরের আবহাওয়া অফিসের মাস্টারপাড়ায় ত্ব-হার শ্বশুর আজহারুল ইসলামের বাড়ি থেকে ইসলামিক এই বক্তাকে পুলিশ বের করে নিয়ে আসে।
তবে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, শুক্রবার বেলা ১২টার দিকে তিনি মাস্টারপাড়ায় তাকে দেখেন। কিন্তু ত্ব-হা সে সময় কোনো কথা বলেননি এবং তাকে ইশারা করে মুখে আঙুল দিয়ে চুপ থাকতে বলেছিলেন।
গত ৮ জুন থেকে ত্ব-হাসহ চারজন নিখোঁজ হয়েছিলেন। তার নিখোঁজ হওয়ার পর থেকে তিনি কোথা থেকে কীভাবে নিখোঁজ হন এমন তথ্য দিতে পারছিল না আইনশৃঙ্খলা বাহিনীও।
এ নিয়ে অনেকেই বিভিন্নভাবে অভিযোগ তুলছিলেন দেশের সমসাময়িক অন্যান্য ইস্যুতে সরকার আন্তরিকতা দেখালেও ত্ব-হার নিখোঁজের বিষয়ে তেমন কোনো তৎপরতা দেখাচ্ছে না। অনেকের ধারনা ছিলো সরকারের ইশারায় তাকে গুম করা হয়েছে। এই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সমালোচনা হচ্ছিল। তাকে উদ্ধারের পর তার সাথে কি হয়েছিল তিনি কিভাবে নিখোঁজ হলেন বা তিনি নিজেই আত্মগোপনে ছিলেন সেটি বেরিয়ে আসবে বলে ধারনা করা হচ্ছে।