দেশে আরও একমাস বাড়ানো হয়েছে চলমান বিধিনিষেধ, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় চলমান বিধিনিষেধের মেয়াদ আরও একমাস বাড়ানো হয়েছে। তবে এ সময় খোলা থাকবে সব সরকারি-বেসরকারি অফিস আদালত।বুধবার ( ১৬ জুন) বিকেলে মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে, গণপরিবহণ চলবে আগের মতোই। তবে পর্যটন কেন্দ্র, সামাজিক অনুষ্ঠান ও সভা-সমাবেশ বন্ধ থাকবে।সর্বশেষ জারি করা প্রজ্ঞাপন অনুসারে বিধিনিষেধের মেয়াদের আজ শেষ দিন ছিলো। তবে করোনা পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে না আসায় বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হলো।করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় এ বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়। এ সময় স্বাস্থ্যবিধি মেনে সব রকমের গণপরিবহন চলবে বলেও জানানো হয়। এর আগে গত ৩১ মে বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে ৬ জুন এবং পরে তা ১৬ জুন পর্যন্ত বাড়ানো হয়। সেই হিসেবে ১৬ জুন চলমান বিধিনিষেধ শেষ হওয়ার কথা ছিল।
সংবাদ শিরোনাম ::
করোনা’র সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় চলমান বিধিনিষেধ আরো একমাস থাকবে
- টাইম নিউজ বিডি ডেস্ক :
- আপডেট সময় ০৩:২৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
- ৭১৭ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ