বিশ্বনাথ থেকে আহমদ আলী হিরণঃ সিলেটের বিশ্বনাথে পৌর প্রশাসক ও ইউএনও বে-আইনীভাবে সিদ্ধান্ত নিয়ে সড়কে ড্রেন নির্মাণ করার অভিযোগ উঠেছে। প্রশাসক ও ইউএনও’র এমন সিদ্ধান্তকে এলাকাবাসি অপরিকল্পিত মনে করছেন।
জনদুর্ভোগ সৃষ্টি হবে বলে মনে করে প্রশাসকের এমন সিদ্ধান্তকে মেনে নিতে পারছেন না এলাকাবাসি। ফলে স্থানীয় বাসিন্দরা ফুঁসে উঠেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, কালিগঞ্জবাজার, বরইগাঁও, তাজপুর, সদলপুর, শেখ রাসেল স্টেডিয়াম, নতুনবাজার রাস্তার প্রজেক্ট পরিবর্তন করে মুল রাস্তা সংকির্ণ অপরিকল্পিতভাবে রাস্তা খুড়াখুড়ি জনদুর্ভোগ সৃষ্টি করে বিশ্বনাথের পৌর প্রশাসক বে-আইনী সিদ্ধান্ত নিয়ে ড্রেণ নির্মাণ করেছেন। প্রতিবাদে এলাকাবাসি আজ বৃহস্পতিবার (১৭ জুন) পৌর শহরের বাসিয়া সেতুর ওপর মানববন্ধন করেছেন এলাকাবাসি।
বিশ্বনাথ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সভাপতি সিতাব আলীর সভাপতিত্বে ও বিশ্বনাথ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল তাহিদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মুরব্বী হাজী মো. পংকি মিয়া, সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট গোলাম কিবরিয়া রেজু, বিশ্বনাথ উপজেলা যুবলীগ নেতা আব্দুর রকিব, সাইদুল ইসলাম, আব্দুল বারিক, সেজু মিয়া, কাওছার আহমদ, ফারুক আহমদ, যুবলীগ নেতা ফয়জুল ইসলাম জয়, মুহিবুর রহমান, হাজী ফজলুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুর রুপ, আব্দুল হাসিম, উপজেলা শ্রমিক লীগ সভাপতি আলা উদ্দিন, সংগঠক আব্দুল কালাম, আব্দুল খালিক, ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম, মোজাম্মেল, ছাত্রলীগ নেতা রাসেল আহমদ, জুবেদ আহমদ, সায়েম, ইমরান আহমদ, ইলাছ মিয়া, সুজন আহমদ প্রমুখ।
বক্তারা বলেছেন, পরিকল্পিতভাবে সড়কের কাজ না হলে সারা বছর জনদুর্ভোগ হবে। অপরিকল্পিতভাবে সড়কের কাজ না করে পরিকল্পিতভাবে করার জন্য পৌর প্রশাসক ও ইউএনওর প্রতি জোর দাবী জানান।