গত সপ্তাহে ইউরোপের দেশ কানাডায় গাড়িচাপা দিয়ে একটি মুসলিম পরিবরের নিরপরাধ চার সদস্যকে হত্যাকারী সেই ট্রাকচালকের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে। সোমবার ভার্চ্যুয়াল আদালতে মামলার শুনানিকালে সরকারি আইনজীবী ২০ বছর বয়সি শ্বেতাঙ্গ বর্ণবাদী ন্যাথানেইল ভেল্টম্যানের বিরুদ্ধে চারজনকে হত্যা, একজনকে হত্যাচেষ্টা ও সন্ত্রাসবাদের অভিযোগ আনেন।
সেদেশের পুলিশ বলছে, হামলাকারী পূর্বপরিকল্পিতভাবে এবং ইসলামবিদ্বেষের কারণে নিরপরাধ ওই মুসলিম পরিবারটিকে গাড়িচাপা দিয়েছে। এ সময় ঘাতককে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চ্যুয়াল আদালতে যুক্ত করা হয়।