বাংলাদেশের জাতীয় সংসদীয় নির্বাচনী এলাকা সিলেট-৩ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে নৌকার প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সদস্য ও যুক্তরাজ্য আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে মনোনয়ন দেয়া হয়েছে।
আজ শনিবার ১২ জুন সকাল ১১টার পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় তাকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়।
মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির খান। তিনি বলেন, ‘নেত্রী হাবিবুর রহমান হাবিবকে মনোনীত করেছেন। এ সিদ্ধান্ত সকলে মেনে নিয়ে তাঁকে জয়ী করতে কাজ করবে। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সকলরকম সহযোগিতা করা হবে।
এর আগে ১১ মার্চ সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মারা যান। মারা যাওয়ার কারণে সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৩ সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়। আগামী ২৮ জুলাই এ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সংবাদ শিরোনাম ::
সিলেট ৩ আসনের উপনির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন হাবিবুর রহমান হাবিব
- টাইম নিউজ বিডি ডেস্ক :
- আপডেট সময় ০১:১৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
- ৭২০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ