বিশ্বনাথ সংবাদদাতা :: সিলেটের বিশ্বনাথে চুরির মামলায় ৭ বছর পালিয়ে থাকা ওয়ারেন্টভূক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুুলিশ। তার নাম সোহেল মিয়া (৩৩)। সে উপজেলার সদর ইউনিয়নের তাজমহররমপুর গ্রামের মানিক মিয়ার ছেলে। আজ তাকে সিলেট আদালতে পাঠায় পুলিশ। তাকে রশিদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানা ও ওসমানীনগর থানায় দুুটি মামলায় গ্রেফতারি পরওয়ানা ছিল।
বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই রিগ্যান বলেন, দীর্ঘ ৭ বছর পালিয়ে থাকা ওয়ারেন্টভুক্ত আসামি সোহেলকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করা হয়েছে।