ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪, ৯ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়। স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়। ম্যানচেস্টার সহকারী হাইকমিশনার এর সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের সৌজন্যে সাক্ষাৎ যুক্তরাজ্যের নর্থ-বাংলা প্রেসক্লাবের সভাপতি ফখরুল হোসাইনের সাথে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের মতবিনিময় নর্থ বাংলা প্রেসক্লাব নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের আত্মপ্রকাশ, সভাপতি ফখরুল হোসাইন সম্পাদক নুরুল আমিন ৪০ কেজি ওজনের হলি রামাদ্বান ফ্যামেলি ফুড প্যাক বিতরণ করল আননিয়ামাহ উইমেন্স এডুকেশন ট্রাস্ট ইউ কে যুক্তরাজ্যের উইলশ্যায়ার কাউন্টির ডেপুটি লেফট্যানান্ট হলেন বিশ্বনাথের মাকরাম আলী আফরুজ যুক্তরাজ্যের উইলশ্যায়ার কাউন্টির ডেপুটি লেফট্যানান্ট হলেন বিশ্বনাথের মাকরাম আলী আফরুজ en ıyı bahis siteleri’deki En Büyük Yalan

লক্ষ টাকার ব্রীজ রেখে নদী পার হতে হয় বাঁশের সাঁকো দিয়ে!

বিশ্বনাথ থেকে আহমদ আলী হিরণঃ বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের চাউলধনী হাওরের পাড়ঘেষা মাটিজুরা নদীর পশ্চিম পাশে হালঘাটা নামক স্হানে অবহেলায় আর অযত্নে পড়ে আছে লক্ষাধীক টাকার ব্রীজ, এ যেন ব্রীজ নয় একটা টেবিল সাজানো রয়েছে। মানুষের চলাচলের উপযোগী না হওয়াতে ব্রীজের দুই পাশে মাটিভরাট না থাকার কারনে কোন ভাবে এই ব্রীজটি ব্যবহার করা হচ্ছেনা অথচ, অত্র এলাকার কৃষকদের চাউলধনী হাওরে যাতায়াতের জন্য এই ব্রীজটি সংস্কার করা খুবই জরুরী দীর্ঘ দিন ধরে এই অবস্হায় পড়ে থাকাতে এলাকার মানুষের ক্ষুভের সৃষ্টি হয়েছে, বর্ষায় সময় এলে পাশে দিয়ে দিতে হয় বাঁশের সাঁকো, জানা যায় আজ থেকে প্রায় আনুমানিক দশবছর পনের বছর পুর্বে অত্র ব্রীজটি নির্মান করা হয়েছিল প্রতিবেশি গ্রাম কালিটেকা থেকে পাশের গ্রাম মিরের গাও মৌলভীগাওয়ের মানুষ চানপুর গ্রামের মানুষ এই ব্রীজটি দিয়ে চলাচল করতে হয়, যাতায়াতের সুবিধার জন্য ব্রীজটি উপযোগী, জনপ্রতিনিধিদের কাছে এ নিয়ে কতবার আবদার করেছেন কোন কাজ হয়নি, অতএব এলাকাবাসীর দাবী একটাই যে করেই হোক ব্রীজের গোরায় মাটিভরাট করে দিয়ে এলাকার লোকজনের চলাচলের সুবিধা করে যেন দেয়া হয়।

ট্যাগস

স্কানথর্পের নব নির্বাচিত এমপির সাথে নর্থ বাংলা প্রেসক্লাবের মতবিনিময়।

লক্ষ টাকার ব্রীজ রেখে নদী পার হতে হয় বাঁশের সাঁকো দিয়ে!

আপডেট সময় ০১:২৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১

বিশ্বনাথ থেকে আহমদ আলী হিরণঃ বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের চাউলধনী হাওরের পাড়ঘেষা মাটিজুরা নদীর পশ্চিম পাশে হালঘাটা নামক স্হানে অবহেলায় আর অযত্নে পড়ে আছে লক্ষাধীক টাকার ব্রীজ, এ যেন ব্রীজ নয় একটা টেবিল সাজানো রয়েছে। মানুষের চলাচলের উপযোগী না হওয়াতে ব্রীজের দুই পাশে মাটিভরাট না থাকার কারনে কোন ভাবে এই ব্রীজটি ব্যবহার করা হচ্ছেনা অথচ, অত্র এলাকার কৃষকদের চাউলধনী হাওরে যাতায়াতের জন্য এই ব্রীজটি সংস্কার করা খুবই জরুরী দীর্ঘ দিন ধরে এই অবস্হায় পড়ে থাকাতে এলাকার মানুষের ক্ষুভের সৃষ্টি হয়েছে, বর্ষায় সময় এলে পাশে দিয়ে দিতে হয় বাঁশের সাঁকো, জানা যায় আজ থেকে প্রায় আনুমানিক দশবছর পনের বছর পুর্বে অত্র ব্রীজটি নির্মান করা হয়েছিল প্রতিবেশি গ্রাম কালিটেকা থেকে পাশের গ্রাম মিরের গাও মৌলভীগাওয়ের মানুষ চানপুর গ্রামের মানুষ এই ব্রীজটি দিয়ে চলাচল করতে হয়, যাতায়াতের সুবিধার জন্য ব্রীজটি উপযোগী, জনপ্রতিনিধিদের কাছে এ নিয়ে কতবার আবদার করেছেন কোন কাজ হয়নি, অতএব এলাকাবাসীর দাবী একটাই যে করেই হোক ব্রীজের গোরায় মাটিভরাট করে দিয়ে এলাকার লোকজনের চলাচলের সুবিধা করে যেন দেয়া হয়।