চলতি বছরের জুলাই মাসে শূন্য হয়ে যাওয়া সংসদের চারটি আসনে উপনির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সেই লক্ষ্যে ২৪ মে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের (ইসি) সভায় এই সিদ্ধান্ত হয়।
সভা শেষে ইসি সচিবালয়ের সচিব হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।
শূন্য আসনগুলো হলো লক্ষ্মীপুর-২, সিলেট-৩ ও ঢাকা-১৪ ও কুমিল্লা-৫। এ চারটি আসনে নির্বাচনের বিষয়ে সভায় আলোচনা হয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, লকডাউন চলার কারণে সময় সূচি ঘোষণা করা হয়নি। আগামী ২৪ মে নির্বাচনের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে তারিখ ঠিক করা হবে।
তিনি আরও বলেন, শূন্য আসনে যেহেতু উপনির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। তাই কমিশন এ চারটি আসনে জুলাই মাসে নির্বাচন আয়োজন করবে।
সংবাদ শিরোনাম ::
সিলেট ৩ আসন সহ সংসদের চারটি শূন্য আসেন নির্বাচন আগামী জুলাই মাসে অনুষ্ঠিত হবে
- টাইম নিউজ বিডি ডেস্ক :
- আপডেট সময় ০৩:৫৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
- ৭৮৬ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ