অবৈধ উপায়ে ইউরোপ যাওয়ার পথে লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় মঙ্গলবার ৩৩ বাংলাদেশিকে উদ্ধার করেছে তিউনেশিয়া নৌবাহিনী। এছাড়া ডুবে যাওয়া নৌকাটিতে থাকা আরও ৫০ জন নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়। নিখোঁজ ব্যক্তিরা কোন দেশের তা জানা যায়নি। খবর এএফপির।
তিউনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ জিকরি বলেন, বেঁচে যাওয়াদের তিউনেশিয়ার দক্ষিণাঞ্চলীয় উপকূলের একটি তেল ক্ষেত্রে রাখা হয়েছে।
আন্তর্জাতিক অভিবাসী সংস্থার একজন মুখপাত্র বলেন বেঁচে যাওয়া ৩৩ জন বাংলাদেশ থেকে এসেছেন। এছাড়া অন্তত ৫০ জন নিখোঁজ রয়েছেন।
এর আগে সোমবার তিউনেশিয়ান নৌবাহিনী জানিয়েছে, প্রায় ডুবে যাওয়া একটি নৌকা থেকে শতাধিকের বেশি অভিবাসী উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে বেশিরভাগ বাংলাদেশি ও সুদানের।
সংবাদ শিরোনাম ::
লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় ৩৩ বাংলাদেশী উদ্ধার
- টাইম নিউজ বিডি ডেস্ক :
- আপডেট সময় ১১:২৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১
- ৭৭৫ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ